• রেললাইনে ফাটল, বড় বিপদ থেকে রক্ষা পেল দিঘাগামী ট্রেন
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • স্থানীয়দের প্রচেষ্টায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাঁশকুড়া-দিঘা লোকাল। শনিবার হলদিয়া-পাঁশকুড়া সেকশনের আপ লাইনে রাজগোদা এবং শহিদ মাতঙ্গিনী স্টেশনের মাঝে ২০/১৫ নম্বর খুঁটির কাছে একটি রেল ট্র্যাকে ফাটল দেখা যায়। ট্র্যাকটি মাঝখান থেকে ভাগ হয়ে যায়। সেই সময়ে ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল ০৮১১৭ পাঁশকুড়া-দিঘা লোকালের।

    স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তাঁরাই কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রাজগোদা স্টেশনে দিঘা লোকাল দাঁড় করিয়ে দেওয়া হয়। রেলের কর্মীরা গিয়ে মেরামতির কাজ শুরু করেন।

    রাজগোদার স্টেশন ম্যানেজার ইন্দ্রজিৎ কুমার জানান, লাইন মেরামতের কাজের পরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। রেল কর্তৃপক্ষের নজদারির প্রয়োজন রয়েছে।

  • Link to this news (এই সময়)