• বিজেপির BLA 2-এর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, জগদ্দলে শোরগোল
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • উত্তর ২৪ পরগনার জগদ্দলে মারাত্মক অভিযোগ বিজেপির বুথ সভাপতি তথা BLA 2-এর। তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের দাবি, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। জগদ্দল কাউগাছি শালবাগান এলাকার ৭৭ নম্বর বুথের ঘটনা।

    শুক্রবার রাতে BLA 2 সুজিত বিশ্বাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, বিজেপি করেন বলে আগেও তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে। এ বার প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে দাবি সুজিতের। পরিবার নিয়ে আতঙ্কে তিনি। বাসুদেবপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। খবর পেয়ে রাতেই বাসুদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা।

    বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডের দাবি, এটা আগুন লাগানোর ঘটনা। গোটা পরিবারকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। এর আগেও সুজিতকে হুমকি দেওয়া হয়েছে।

    যদিও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, শীতকালে অনেকেই আগুন পোহান। তা থেকে আগুন লাগতে পারে। আবার রান্নাঘর থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তাঁর দাবি, বিজেপি মিথ্যা অভিযোগে সিদ্ধহস্ত।

  • Link to this news (এই সময়)