পুরুলিয়া থেকে কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল কর্মী, সমর্থকদের আক্রমণের অভিযোগ। শনিবার রাতে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করেন শুভেন্দু।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের উপর দিয়ে যাচ্ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সেই সময়ে বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় জমায়েত করেছিলেন। উল্টোদিকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা জমায়েত হয়ে তাঁদের ঘিরে ধরে আক্রমণ করেন বলে অভিযোগ।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তৃণমূলের কর্মীদের গ্রেপ্তারির দাবিতে ফাঁড়ির ইনচার্জের রুমের সামনে অবস্থানে বসে পড়েন শুভেন্দু। যতক্ষণ পর্যন্ত না দোষীদেরকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সকলের সামনেই সব কিছু হয়েছে। এই রাজ্যে কোনও মহিলা সুরক্ষিত নেই। আজকে তো একজন নির্বাচিত প্রতিনিধির উপরে হামলা করা হলো। বাংলায় জঙ্গলরাজ চলছে। আমাদের দু’টি গাড়ির উপরে হামলা করা হয়েছে।’
এই বিষয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা শালবনি ও গড়বেতা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর নির্মল ঘোষ বলেন, ‘এটা ওঁদের অভ্যন্তরীণ বিষয়। গোষ্ঠী কোন্দলের জেরেই এই অশান্তি হয়েছে। তৃণমূলের কর্মীরা এই সবের সঙ্গে যুক্ত নয়। বিষয়টিকে আমরা একেবারেই গুরুত্ব দিচ্ছি না।’