• ফিরহাদের কড়া দাওয়াই
    আজকাল | ১১ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সভাধিপতির চেয়ার সরকার দিয়েছে। তাই কোনও জেলা পরিষদ সদস্যর সঙ্গে 'এক চোখা' আচরণ করা যাবে না। শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যদের সঙ্গে বৈঠক করতে এসে সভাধিপতি রুবিয়া সুলতানাকে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ।

    গত বেশ কয়েকমাস ধরে  তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের একাধিক তৃণমূল সদস্যদের সঙ্গে সভাধিপতি রুবিয়া সুলতানার 'ঠান্ডা লড়াই' চলছে। তা নিরসন করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে  এবার হস্তক্ষেপ করলেন  রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। শনিবার দুপুরে বহরমপুর শহরে দলীয় অফিসে জেলা পরিষদের তৃণমূল সদস্যদের নিয়ে তিনি একটি জরুরী বৈঠক করেন । এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর এবং বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা থেকে নির্বাচিত তৃণমূলের জেলা পরিষদের বেশিরভাগ সদস্য-সহ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার  উপস্থিত ছিলেন। 

    রুদ্ধদ্বার ওই বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম দলের জেলা পরিষদ সদস্যদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকের পর জেলা পরিষদের কোনও তৃণমূল সদস্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। 

    বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে ফিরহাদ হাকিম বলেন,"মুর্শিদাবাদ জেলা পরিষদে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাকে বলেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যদের সঙ্গে  কিছু কথা বলে নিতে এবং এই জেলায় আবাস যোজনার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখে নিতে। সকলের সঙ্গে কথা বলে জেলার উন্নয়নের কাজ যাতে ঠিকমতো হয় সেই কারণেই এই বৈঠক।"

    পুরমন্ত্রী বলেন,"দলের ঊর্ধ্বে উঠে জেলার সকল প্রান্তে উন্নয়নের জন্য কাজ করতে হবে। কোনও সদস্যের কাজ না হলে তা সভাধিপতিকে দেখে নিতে হবে। সব বুথে কাজ করতে হবে এবং সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। মানুষ যাতে উপকৃত হয়।"

    প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭২টি আসন থেকে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। এরপর রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মনোনীত হন। 

     তৃণমূল সুত্রের খবর,গত বেশ কয়েক মাস ধরে রুবিয়া সুলতানার সঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কিছু তৃণমূল সদস্যের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। দলীয় স্তরে তৃণমূল জেলা পরিষদ সদস্যরা একাধিকবার রুবিয়া সুলতানার বিরুদ্ধে বহু রকমের অভিযোগ তুলেছেন। 

    সম্প্রতি রুবিয়া সুলতানার বিরুদ্ধে কিছু বিষয় নিয়ে সরব হওয়ায় সদস্য শাহনাজ বেগমকে দলের জেলা পরিষদ সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে সভাধিপতির বিরুদ্ধে। 

    জানা যায় রুবিয়ার এই 'একনায়কতন্ত্রের' অভিযোগে এরপর একে একে বহু তৃণমূল জেলা পরিষদ সদস্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। এমনকি রুবিয়ার উপর রাগ করে জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি শাহনাজ বেগম দলত্যাগের মতো কঠোর সিদ্ধান্ত নেন। 

    ঘটনার গুরুত্ব অনুধাবন করে  ডিসেম্বর মাসের ২৭ তারিখ তৃণমূলের মুর্শিদাবাদের দু'টি সাংগঠনিক জেলা থেকে ২৩ জন জেলা পরিষদ সদস্যকে জরুরী তলব করে কলকাতায় ডেকে পাঠানো হয়। সেখানে তাঁদের ক্ষোভের কথা শোনেন দলের শীর্ষ নেতৃত্ব। 

    রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এরপর জেলা পরিষদের সমস্ত তৃণমূল  সদস্যদের কথা শোনার জন্য মুর্শিদাবাদ জেলায় শনিবার এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । 

    আজকের বৈঠকে উপস্থিত তৃণমূলের এক জেলা পরিষদ সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, বৈঠকের শুরুতেই ফিরহাদ হাকিম তাঁদের জানিয়ে দেন সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তিনি ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির কাছে শুনেছেন। সভাধিপতি-সহ তৃণমূলের বাকি জেলা পরিষদ সদস্যদের নিয়ে অভিষেক ব্যানার্জি তাঁকে  বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিলেন বলে তিনি এদিন মুর্শিদাবাদে এসেছেন বলে তাঁদের জানান।

     এদিনের বৈঠক উপস্থিত অপর কয়েকজন সদস্য জানান, বৈঠকে সকলের সামনে ফিরহাদ হাকিম, রুবিয়া সুলতানাকে বলেন তাঁর চেয়ার সরকার দিয়েছে। তাই সকলের সঙ্গে তাঁকে সমান আচরণ করতে হবে। এর পাশাপাশি বৈঠকে ফিরহাদ হাকিম, রুবিয়া সুলতানাকে নিয়মিত জেলা পরিষদের সাধারণ সভা এবং ১৫ দিন অন্তর জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করার নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সভাধিপতি রুবিয়া সুলতানাকে জেলা পরিষদের 'মেন্টর' সোহরাব হোসেন ,'কো মেন্টর' শাওনি সিংহ রায় এবং দলের সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে পরামর্শ করে চলার নির্দেশ ফিরহাদ হাকিম দিয়েছেন বলেও জানা গিয়েছে ।

     
  • Link to this news (আজকাল)