• জানুয়ারি মাসেই কলকাতা-সহ সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট, তারিখ জেনে নিন
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৬
  • ব্য়াঙ্ক বেসরকারিকরণ ও সপ্তাহে ২ দিন ছুটির দাবিতে  আগামী ২৭ জানুয়ারি ২০২৬ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন। শনিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)-এর ৬০তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC)-এর জেনারেল সেক্রেটারি রূপম রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দিলেও এখনও ব্যাঙ্কিং সেক্টরে সপ্তাহে ৫ দিনের কাজ চালু হয়নি। তিনি জানান, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) ও ট্রেড ইউনিয়নগুলির মধ্যে নবম  জয়েন্ট নোটে যে সমঝোতা হয়েছিল, সরকারকে তা মানতেই হবে।

    রূপম রায় জানিয়েছেন, সপ্তাহে ৫ দিন কাজ করা হলে, ব্যাঙ্ক কর্মীরা সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে প্রস্তুত। তিনি এক্ষেত্রে  LIC, GIC সহ একাধিক সরকারি দফতরের উদাহরণ টেনে সপ্তাহান্তে ছুটি চালুর দাবি করেন। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, "সরকার যদি অনড় থাকে, তবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) দীর্ঘমেয়াদি আন্দোলনের পথে হাঁটবে, যার আওতায় আরও ধর্মঘটও হবে।"

    এই সভায় শুধু কর্মঘণ্টা নয়, IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কে (PSB) বেসরকারি ক্ষেত্র থেকে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগের পরিকল্পনারও তীব্র বিরোধিতা করা হয়েছে। ব্যাঙ্ক কর্মীরা জানান, জনধন যোজনা, মুদ্রা ঋণের মতো স্কিমের বাস্তবায়নে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির ভূমিকা অপরিসীম।

    উল্লেখ্য বিষয় হল, বর্তমানে ব্যাঙ্কগুলো প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে অফিসিয়াল ছুটি থাকছে। এই নিয়ম চালু করা হয়েছিল 2015 সাল থেকে। এই ছুটি দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে প্রযোজ্য রয়েছে। তবে, মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার পুরো দস্তুর কাজ হয়। তবে এই নিয়ম নিয়েই গত কয়েক বছরে আন্দোলন তীব্র করেছেন ব্যাঙ্ক কর্মীরা। তাঁরা শনি-রবিবার দু'দিনই পাইকারি ছুটি চাইছে।

     
  • Link to this news (আজ তক)