• পরিযায়ী শ্রমিক ও বয়স্কদের হেনস্থা নিয়ে সিইও দপ্তরে সরাসরি অভিযোগ তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ১১ জানুয়ারি ২০২৬
  • ডেপুটেশনের পর সিইও-র সঙ্গে বৈঠক সেরে বাইরে এসে পার্থ ভৌমিক জানান, নির্বাচন কমিশনের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে, তার বাস্তবায়ন পর্যায়ে যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, বহু ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থ মানুষকে এখনও শুনানিতে ডাকা হচ্ছে, যা চরম হেনস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। তৃণমূল দল এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে।

    এছাড়া ভোটার তালিকা সংশোধনের সময় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে, যা বিএলও বা এইআরও স্তরেই সমাধান করার আবেদন করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে এ বিষয়েও অভিযোগ করা হয়েছে যে, বিদেশে কর্মরত বা বিদেশে পড়াশোনা করা নাগরিকদের ক্ষেত্রে শুনানিতে সুবিধা দেওয়া হলেও পরিযায়ী শ্রমিকদের জন্য এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা নেই। এ ধরনের বৈষম্যের অবসান ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

    পার্থ ভৌমিক আরও বলেন, ‘অষ্টম শ্রেণি পাশের সার্টিফিকেট কেন্দ্র সরকারের চাকরিতে গ্রহণযোগ্য হলেও ভোটার সংক্রান্ত এই প্রক্রিয়ায় কেন তা গ্রহণযোগ্য নয়— এ প্রশ্নও আমরা কমিশনের কাছে তুলেছি।’ সব মিলিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে মানবিক ও বাস্তবসম্মত করা— এই দাবিই মুখ্য নির্বাচনী দপ্তরের প্রধানের কাছে জোরালোভাবে তুলে ধরেছে তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)