• ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনা, মুখ থুবড়ে মাটিতে পড়ল চাটার্ড বিমান!
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক বিমান দুর্ঘটনা ওড়িশায়। শনিবার দুপুরে জরুরি অবতরণের সময় রাউরকেল্লায় আছড়ে পড়ল একটি চাটার্ড বিমান। দুর্ঘটনার ২ জন পাইলট-সহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরা আহত হলেও প্রাণহানির কোনও খবর নেই। তবে মুখ থুবড়ে পড়ার জেরে বিমানের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টা ২৭ নাগাদ ভুবনেশ্বর থেকে রওনা হয়েছিল বিমানটি। পাইলট-সহ মোট ৬ জন সওয়ারি ছিলেন বিমানে। তবে রাউরকেল্লায় নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর ৪ নটিক্যাল মাইল আগে জলদা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে অনুমান, বিমানটিতে কোনওরকম যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের সময় মুখ থুবড়ে পড়ে সেটি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে দুর্ঘটনার কারণ জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র। অনুমান করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের অভাবের জেরে সেটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিমানটিতে ছিলেন দুজন পাইলট, ক্যাপ্টেন নবীন কাদাঙ্গা, সহ-ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব। এছাড়া ৪ যাত্রী হলেন, সুশান্তকুমার বিওয়াল, অনিতা সাউ, সুনীল আগরওয়াল, সবিতা আগরওয়াল। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কারও আঘাতই গুরুতর নয়।
  • Link to this news (প্রতিদিন)