• ইউটিউব ভিডিও দেখে অস্ত্রোপচার ভুয়ো চিকিৎসকের! বেঘোরে মৃত্যু প্রসূতির, ‘মিরাকলে’ বাঁচল সদ্যোজাত
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে ভিডিও দেখে অস্ত্রোপচারের চেষ্টা! প্রসূতিকে রক্তাক্ত অবস্থায় ফেলে বারবার ভিডিও দেখা। চূড়ান্ত গাফিলতিতে প্রাণ গেল যুবতীর। শুধু তাই নয়, প্রসূতির মৃত্যুর পর পরিবারকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ! ‘ভুয়ো চিকিৎসকে’র ক্লিনিক ঘিরে বিক্ষোভ পরিবারের সদস্য ও স্থানীয়দের।

    বিহারের ভাগলপুরের কাহালগাঁওয়ের ঘটনা। মৃত যুবতীর নাম স্বাতী দেবী। তিনি ঝাড়খণ্ডের ঠাকুরগাঁথি মোধিয়ার বাসিন্দা। গর্ভবতী হওয়ার পর স্বাতীদেবী রসলপুরে তাঁর মায়ের কাছে এসেছিলেন। স্বামী পরিযায়ী শ্রমিক হওয়ায় দেখভালের সমস্যা হওয়ায় মেয়েকে নিজের কাছে রেখেছিলেন স্বাতীর মা।

    বৃহস্পতিবার রাতে স্বাতী প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে জানান, যুবতীর অবস্থা আশঙ্কাজনক। এখনই অস্ত্রোপচার করতে হবে। মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে সম্মতি দেয় পরিবার। অভিযোগ, ওই ব্যক্তি ইউটিউবে ভিডিও দেখে অস্ত্রোপচারের চেষ্টা করেন। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় যুবতীকে ফেলে রেখে বারবার ভিডিও দেখতে ছুটছিলেন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে অস্ত্রোপচার করার চেষ্টায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক অঙ্গ। তাতেই মৃত্যু হয় প্রসূতির। তবে সদ্যোজাতের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেই খবর।

    আরও অভিযোগ, স্বাস্তীর মৃত্যুর পর ওই বেসরকারি ক্লিনিক থেকে জানানো হয়, তাঁর অবস্থা খুব খারাপ। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন তারা। অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবতীকে। সেখানকার চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে স্বাতীর।এরপরই ক্ষোভে ফেটে মৃতার পরিবার। তারা ফিরে এসে দেখেন ক্লিনিক বন্ধ করে পালিয়েছেন ওই চিকিৎসক। বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রসলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
  • Link to this news (প্রতিদিন)