প্রস্রাব করতে বাইরে যেতেই তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা! গুজরাটে নাবালিকা গণধর্ষণ, গ্রেপ্তার আট
প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গুজরাটে। এই ঘটনার তদন্তে নেমে আট জনকে গ্রেপ্তার করেছে সে রাজ্যের পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
গত ৭ জানুয়ারি ভাঁসদা শহরের অদূরে একটি গ্রামের ঘটনা। পরিবার জানিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ প্রস্রাব করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই নাবালিকা। সেই সময় তিন বাইকে করে এসে তাকে তুলে নিয়ে যায়। নাবালিকাকে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও পাঁচ জন ছিলেন। তাঁরা সকলে মিলে নাবালিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে সাত জনের বয়স ২০-২১ বছর। এক জন নাবালক।
দীর্ঘ ক্ষণ কেটে গেলেও নাবালিকা ঘরে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার হদিস মেলেনি। পরে সকালের দিকে নাবালিকা ঘরে ফেরেন। তার পরেই পরিবারের লোকেরা সব জানতে পারেন। তার পরেই থানায় অভিযোগ দায়ের হয়। ডেপুটি পুলিশ সুপার বিভি গোহিল বলেন, “আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।”