ভারতরত্ন দিতে হবে নীতীশকে, মোদিকে চিঠি জেডিইউ নেতার, দ্বিমত দলের অন্দরেই
প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের শাসকদল জেডিইউ-এর অভ্যন্তরে শুরু হয়েছে দ্বন্দ্ব। দলের নেতাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে বিপাকে প্রাক্তন সাংসদ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে জেডিইউ-এর প্রাক্তন সাংসদ কেসি ত্যাগী বলেন, নীতীশ কুমার একজন ‘মূল্যবান রত্ন’। কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানান, নীতীশকে যেন ভারতরত্ন দেওয়া হয়। পাশাপাশি, চিঠিতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং দু’বারের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ত্যাগীর যুক্তি, নীতীশ কুমারের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের জাতীয় স্বীকৃতি পাওয়া উচিত। বিশেষ করে সামাজিক ন্যায়বিচার, সুশাসন এবং নারীদের ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন ত্যাগী।
এরপরেই শুরু হয়ে যায় সমস্যা। কেসি ত্যাগীর বক্তব্যের বিরধিতা করে দল। সরাসরি জানিয়ে দেওয়া হয়, দলের মতাদর্শের সঙ্গে ত্যাগীর বক্তব্যের কোনও মিল নেই। ত্যাগীর দাবির বিরোধিতা করে দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, “দলের প্রাক্তন সাংসদ সাম্প্রতিক অতীতে বেশ কিছু বিবৃতি দিয়েছেন যা দলের আদর্শের সঙ্গে এবং অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর বক্তব্য ব্যক্তিগত।” তিনি আরও বলেন, ত্যাগী দলের কোনও পদে আছেন কিনা তা কেউ জানে না।