• ‘দিদি ক্ষমা করবেন’, ভিনরাজ্যের বিজেপি নেতারা বাংলায় প্রচারে এলে পালটা মারের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
  • মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এবার সেসব রাজ্য থেকে বিজেপির নেতারা বাংলায় ভোটপ্রচারে এলে পালটা মারের নিদান দেওয়া হল। বিজেপির নেতা-কর্মীদের মারের নিদান দিলেন হাওড়ার বাগনানের তৃণমূল বিধায়ক অরুনাভ সেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও সেসময় শোনা হবে না। সেই কথা বলে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন তৃণমূল বিধায়ক। এই বক্তব্যের পরে হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, গুঞ্জন।

    বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই আবহে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। সেই পারদ এবার আরও চড়ল তৃণমূল বিধায়কের বক্তব্যে। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহারে বাংলাদেশি দাগিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের খুন করাও হচ্ছে বলে খবর। বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। সেই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক। পালটা মারের নিদান দিলেন তিনি।

    বিজেপিশাসিত রাজ্য থেকে বিজেপি নেতারা বাংলায় ভোটপ্রচারে আসবেন আগামী দিনে। বাংলায় ‘পরিযায়ী’ গেরুয়া নেতারা প্রচারে এলে পরের দিনই বিজেপি নেতা-কর্মীদের মারধর করা হবে বলে বিতর্কিত মন্তব্য করলেন বাগনানের তৃণমূল বিধায়ক। সভামঞ্চ থেকে তাঁর বক্তব্য, “আমার এলাকার পরিযায়ী শ্রমিকরা বিজেপিশাসিত রাজ্যে কাজ করতে গিয়ে মার খাবেন, রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আপনি এখানে এসে বাতেলা মারবেন। বাংলা আর বসে বসে মার খাবে না। মার কা বদলা মার আগামী দিন হবে।” তিনি আরও বলেন, “যারা সেসব রাজ্যে বাঙালি নিধন চালাচ্ছেন, আর যারা তাঁদের ডেকে নিয়ে আসবেন, সেই ঘরশত্রু বিভীষণকে নিকেশ করব। তারপর বাকিটা বুঝব।” শনিবার আমতা বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর বরাবাড় পোল সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

    তিনি আরও বলেন, “২০২১ সালে দিদি বারণ করে দিয়েছিলেন বলে ছেড়ে দিয়েছি। ২০২৬ সালে দিদি ক্ষমা করবেন। আমি আপনার কথাও শুনব না। ২৬-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলব। দু’মাস দিদির কথা শুনব না। দিদি ক্ষমা করবেন।”
  • Link to this news (প্রতিদিন)