দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের কেশেরআইট গ্রামে ঘটে। সূত্রের খবর, সংঘর্ষে তৃণমূলের অন্তত ছজন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পোলেরহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি দেওয়াল দখল ও তা ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। সেই বচসা দ্রুতই হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি, সাবান আলী মোল্লা-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়। তৃণমূল কর্মীদের উপরে লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহত তৃণমূল কর্মীদের দ্রুত জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভাঙড়ে প্রায়শই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান না হওয়ার কারণে বারবার এ রকম অশান্তির ছবি সামনে আসছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।