• কাশ্মীরে উদ্ধার অস্ত্র বোঝাই প্যাকেট, পাঠানো হয়েছিল ড্রোনে
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, জম্মু: সাধারণতন্ত্র দিবসের আগে ভারতে নাশকতার ছক। আর সেই উদ্দেশ্য সফল করতে ড্রোনের মাধ্যমে পাঠানো হয়েছে অস্ত্র। জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে অস্ত্রবোঝাই প্যাকেট উদ্ধারের পর এমনই দাবি নিরাপত্তা বাহিনীর। 

    উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা যাতে আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও রকম নাশকতা চালাতে না পারে, সেই লক্ষ্যেই সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে একটি ড্রোনের সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর সাম্বার ঘাগওয়াল এলাকার পালোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)। দীর্ঘ তল্লাশির পর একটি ছোট জলাশয়ের ধারে হলুদ টেপ লাগানো প্যাকেট খুঁজে পান তাঁরা। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সহায়তায় প্যাকেটটি খোলা হলে ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। নিরাপত্তা বাহিনীর ধারণা, সীমান্তের ওপার থেকে ড্রোনের সাহায্যে এই অস্ত্র পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)