• পাঁচদিন পর নিয়ন্ত্রণে ওএনজিসির গ্যাস পাইপলাইনের আগুন
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • অমরাবতী: পাঁচদিন লাগাতার চেষ্টার পর সাফল্য। নিয়ন্ত্রণে এল অন্ধ্রপ্রদেশের ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা জেলার ওএনজিসির গ্যাস পাইপলাইনে কূপের আগুন। শনিবার সকালে গ্যাস কূপের আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত ৫ জানুয়ারি মোরি-৫ ওয়েলে আগুন লাগে। আগুনের শিখা প্রায় ২০ মিটার উঁচু ও ২৫ মিটার চওড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ধানজমির মধ্যে থেকে কালো ধোঁয়া উঠতে থাকে। ঘটনাস্থলে এসেছিলেন ওএনজিসির শীর্ষস্থানীয় আধিকারিকরা। যদিও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। অবশেষে শনিবার সাফল্য মিলল। জানা গিয়েছে, গ্যাস পাইপলাইনে লিকেজের কারণেই আগুন লেগেছিল। কী কারণে লিকেজ হল তা জানার চেষ্টা চলছে। কোনাসীমা জেলার যুগ্ম জেলাশাসক জানিয়েছেন, ওই গ্যাস কূপে ‘ক্যাপিং’ ও ‘মাডিং’ প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে গ্যাসকূপটি নিরাপদ থাকবে। ঘটনায় হতাহতের খবর নেই।
  • Link to this news (বর্তমান)