• অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: প্রাক্তন বিজেপি বিধায়ককে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • দেরাদুন: অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলা ঘিরে চাপ বাড়ছে উত্তরাখণ্ড সরকারের উপর। ন্যায়বিচারের দাবিতে সরব বিরোধী দল থেকে শুরু করে আম জনতা। এরইমধ্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠৌর। শনিবার তাঁকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। অঙ্কিতা হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি ঊর্মিলা সানাওয়ার নামে এক অভিনেত্রীর দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঊর্মিলা বিজেপির প্রাক্তন সাংসদ দুষ্যন্ত গৌতমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সেই সূত্রেই সুরেশকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, উর্মিলা সুরেশের দ্বিতীয় স্ত্রী বলে দাবি। 

    ২০২২ সালে পাউরি এলাকার একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসাবে কাজে যোগ দেন ১৯ বছরের অঙ্কিতা। কয়েকদিনের মধ্যেই খুন হন তিনি। ঘটনায় রিসর্টের মালিক পুলকিত আর্য ও দুই ম্যানেজারকে ইতিমধ্যেই আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডটি নতুন করে চর্চায় আসতেই শাসকদল বিজেপিকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আসল ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

    পুলিশ সূত্রে খবর, ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন সুরেশ। তদন্তকারীদের হাতে বেশ কয়েকটি ফোন রেকর্ডিংও তুলে দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন বিধায়ক বলেন, ‘তদন্তকারীদের সামনে আসল সত্য তুলে ধরেছি।’ নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগও নস্যাৎ করে দিয়েছেন সুরেশ। প্রসঙ্গত, এই মামলায় সুরেশ ও তাঁর দ্বিতীয় স্ত্রী ঊর্মিলার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তবে আদালতের রক্ষাকবচের কারণে তাঁদের গ্রেফতার করতে পারবেন না তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)