• ইডি ইস্যুতে আন্দোলন: দিশাহারা বঙ্গ বিজেপি নেতৃত্ব
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডি ইস্যুতে মমতার পালটা কোন পথে কর্মসূচি? এব্যাপারে সম্পূর্ণ দিশাহারা বঙ্গ বিজেপি। বিক্ষিপ্তভাবে রাজ্যে এনিয়ে কিছু আন্দোলন হচ্ছে ঠিকই। কিন্তু তা সার্বিকভাবে সাড়া জাগাতে রীতিমতো ব্যর্থ। বিষয়টি স্পষ্ট হয়েছে, বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নেই। ফলে এসংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট দিশা পেতে সেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছে বাংলার গেরুয়া শিবির। তবে কর্মসূচি যাই হোক না কেন। আন্দোলনের পুরোটাই হবে রাজ্যভিত্তিক। আপাতত দিল্লিতে কোনও আন্দোলন কর্মসূচি গৃহীত হবে না। বিজেপির শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট নির্দেশ রাজ্য পার্টির কাছে এসে পৌঁছয়নি। অপেক্ষায় দলের বঙ্গ নেতারা।
  • Link to this news (বর্তমান)