হিজাব পরা প্রধানমন্ত্রী দেখার আশায় ওয়েইসি, ইসলামাবাদ যাওয়ার নিদান বিজেপির
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
মুম্বই: হিজাব পরিহিত মহিলা একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। এমনই স্বপ্ন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসির। জনসমক্ষে সে কথা নিজেই বলেছেন। তাঁর মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিজেপি। পালটা কটাক্ষ এসেছে গেরুয়া শিবিরের তরফে।
মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে জয়ের লক্ষ্যে মুম্বই সহ বিভিন্ন জায়গায় প্রচার সারছেন ওয়েইসি। সম্প্রতি সোলাপুরে নির্বাচনী সভায় তিনি বলেন, ভারতের সংবিধান এমনই শক্তিশালী যে একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তাঁর কথায়, ‘বাবা সাহেবের সংবিধান সমতা ও ন্যায়ের উপর ভিত্তি করে তৈরি। যেখানে ধর্ম, পোশাক বা পরিচয়ের কারণে কাউকে আলাদা নজরে দেখা হয় না। আমার স্বপ্ন একদিন হিজাব পরিহিত কেউ দেশের প্রধানমন্ত্রী হবেন।’ওয়েইসির এই বক্তব্যের পরেই গেরুয়া শিবিরের কড়া প্রতিক্রিয়া সামনে এসেছে। মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে তীব্র সমালোচনা করে বলেন, ‘ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে হিজাব বা বোরখা পরা কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে তা অবাস্তব।’ তিনি আরও বলেন, ‘যারা এই ধরনের স্বপ্ন দেখছেন, তারা চাইলে পাকিস্তান বা ইসলামাবাদে যেতে পারেন।’ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও এই নিয়ে প্রতিক্রিয়া দেন। বলেন, ‘ভারতের রাজনীতি সংবিধান মেনে চলে। দেশের নেতৃত্ব ধর্মীয় প্রতীকের উপর নির্ভর করে নির্ধারিত হয় না, বরং জনগণের সমর্থনই এখানে সবচেয়ে বড় বিষয়।’ বিজেপির দাবি, আগে হিজাব পরিহিত কোনও মহিলাকে দলের প্রধান হিসেবে নিযুক্ত করুন ওয়েইসি।