ভোটের আগেই মোদি সরকারের ভেট, উত্তরবঙ্গ থেকে একগুচ্ছ ট্রেন ঘোষণা
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গের ভোটব্যাংক শক্তিশালী করতে নির্বাচন এলেই রেল পরিষেবায় কল্পতরু হয়ে ওঠে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখেও তার অন্যথা হল না। বিধানসভা ভোটের আগে ইতিমধ্যেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাংলাকে ‘উপহার’ দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। আগামী ১৭ জানুয়ারি মালদহ টাউন স্টেশনে হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আরও অমৃত ভারত ট্রেন বাংলায় দিতে চলেছে রেল। শনিবার রেলমন্ত্রক জানিয়েছে, বাংলায় আরও ছ’টি রুটে অমৃত ভারত একপ্রেস ট্রেন চালু হতে চলেছে। ভোটের ‘ভেট’ হিসেবে এক্ষেত্রে বাংলার সঙ্গেই জুড়ে নেওয়া হচ্ছে আরও এক ভোটমুখী রাজ্য তামিলনাড়ুকেও।
ভোটের মুখে এবার উত্তরবঙ্গের জন্য কল্পতরু হচ্ছে মোদি সরকার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদহে বন্দে ভারত স্লিপার কোচের স্টপ পাচ্ছে। এছাড়াও সপ্তাহের একদিন করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার ট্রেন চালু হচ্ছে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সোমবার করে আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়বে আলিপুরদুয়ার বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং বৃহস্পতিবার ছাড়বে আলিপুরদুয়ার জংশন-মুম্বইগামী পানভেল অমৃত ভারত এক্সপ্রেস। প্রতি বুধবার এনজেপি থেকে ছাড়বে এনজেপি-নাগেরকল এক্সপ্রেস ও শুক্রবার ছাড়বে এনজেপি-তিরুচিরাপল্লি এক্সপ্রেস। শনিবার বালুরঘাট থেকে ছাড়বে বালুরঘাট-বেঙ্গালুরু এক্সপ্রেস এবং রবিবার রাধিকাপুর থেকে ছাড়বে রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস। এছাড়া শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত আরও তিনটি রুটেও অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে রেল বোর্ড। এই মুহূর্তে বাংলার দু’টি রুটে অমৃত ভারত ট্রেন চলছে। একটি মালদহ টাউন থেকে বেঙ্গালুরু, অন্যটি মালদহ টাউন থেকে লখনউ। অর্থাৎ, ভোটের আগে সবমিলিয়ে বাংলার মোট আটটি রুটে অমৃত ভারত ট্রেন চালু হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিটির সংযোগকারী স্টেশনই হচ্ছে উত্তরবঙ্গের। অমৃত ভারত ট্রেনগুলির প্রতিটিই নন-এসি স্লিপার। অর্থাৎ, এর যাত্রীভাড়া স্বাভাবিক কারণেই সংশ্লিষ্ট রুটে অন্যান্য মেল, এক্সপ্রেস ট্রেনের তুলনায় অনেকটাই কম।
এদিকে, শীঘ্রই কামাখ্যা ও হাওড়ার মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার কোচ চলাচল শুরু করবে। তানিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। এই ট্রেনটি ১৬টি কোচের রেকে চলবে এবং মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, এই ট্রেনটিতে ১১টি এসি থ্রি টিয়ার কোচ, চারটি এসি টু টিয়ার কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে। এতে বিভিন্ন শ্রেণির যাত্রীরা আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে বন্দে ভারতের স্লিপার কোচ। দিব্যাঙ্গ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তি পরিচ্ছন্নতা এখানে পাওয়া যাবে।