• রাজস্থানে ২ হাজার কোটির মিড ডে মিল দুর্নীতি, শীঘ্রই মামলা দায়ের করবে ইডি
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • জয়পুর: কংগ্রেস আমলে রাজস্থানে ২ হাজার কোটি টাকার মিড ডে মিল দুর্নীতির অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, এবার এই অভিযোগে মামলা দায়ের করতে চলেছে ইডি। 

    গত ৭ জানুয়ারি রাজস্থান অ্যান্টি করাপশন ব্যুরো এই মামলায় একটি এফআইআর দায়ের করে। সেখানে রাজস্থান কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড-এর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আধিকারিক সহ সংস্থার ২১ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। জানা গিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য ডাল, রান্নার তেল ও মশলা সহ শুকনো রেশন প্যাকেট দেওয়া হয়েছিল। 

    এই সময় প্রায় ৩ কোটিরও বেশি পড়ুয়া এই সুবিধা পায়। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল প্রায় ২ হাজার কোটি টাকা। ইডি জানিয়েছে, খাদ্য সামগ্রী কেনার পুরো প্রক্রিয়াতেই গুরুতর অনিয়ম হয়েছে। অতিরিক্ত দামে জিনিস কেনা, সিদ্ধান্ত নিতে দেরি, সময়মতো সরবরাহ না করা ও পণ্য যাচাই না করার মতো একাধিক অভিযোগ করেছে ইডি। এই সবকিছুই সরকারি দপ্তর ও বেসরকারি সরবরাহকারীদের মধ্যে যোগসাজশে হয়েছিল বলে অভিযোগ। এর ফলে রাজ্য সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ইডি অবশ্য আগেই এই বিষয়ে তদন্ত শুরু 

    করেছিল। ২০২৩ সালে একটি মামলা নথিভুক্ত হয়। তবে পরে রাজ্য পুলিশ মূল মামলা বন্ধ করে দেয়। ফলে থেমে যায় ইডি তদন্তও। পরে ২০২৪ সালে ইডি তাদের সংগৃহীত তথ্যগুলি অ্যান্টি কোরাপশন ব্যুরোর হাতে তুলে দেয়। সেই তথ্যের ভিত্তিতেই এবার নতুন করে এফআইআর দায়ের হয়েছে।  
  • Link to this news (বর্তমান)