নয়াদিল্লি: শীঘ্রই আরও শক্তিশালী হতে চলেছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার অত্যাধুনিক স্ক্র্যামজেট ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করল ডিআরডিও। শব্দভেদী ক্রুজ মিসাইল তৈরির ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত।
ডিআরডিও জানিয়েছে, হায়দরাবাদের একটি ল্যাবরেটরিতে ‘অ্যাক্টিভলি কুল স্ক্র্যামজেট ফুল স্কেল কম্বাস্টর’ পরীক্ষা করা হয়। ১২ মিনিট ধরে চলে স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট। তাতেই মিলেছে সাফল্য। এর আগে গত ২৫ এপ্রিল এই ইঞ্জিন পরীক্ষা করে দেখা হয়েছিল। জানা গিয়েছে, এয়ার ব্রিদিং ইঞ্জিনের অন্যতম অংশ এই ফুল স্কেল কম্বাস্টর। বিশেষজ্ঞ মহলের বিশ্বাস, এর ফলে শীঘ্রই শব্দভেদী ক্রুজ মিসাইল বানাতে সক্ষম হবে ভারত। যার গতিবেগ হবে ঘণ্টায় ৬ হাজার ১০০ কিমির বেশি। একইসঙ্গে দীর্ঘক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ডিআরডিও’র সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এর মাধ্যমে দেশে ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে এক মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করা গেল।’ শুভেচ্ছা জানিয়েছেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত। তিনি জানান, এর ফলে ‘প্রজেক্ট বিষ্ণু’র বাস্তবায়নের ক্ষেত্রে আরও একটি বাধা অতিক্রম করা গেল।