‘রোমিও-জুলিয়েট’ ধারা প্রণয়নের জন্য পরামর্শ সুপ্রিম কোর্টের
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: কিশোর-কিশোরীর মধ্যে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক। তবু, বহু ক্ষেত্রেই ভুয়ো অভিযোগ হচ্ছে থানায়। মামলা-মোকদ্দমা থেকে অকারণে হাজতবাস— কিছুই বাদ যাচ্ছে না। শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষার লক্ষ্যে তৈরি কঠোর পকসো আইনের অপব্যবহার ঘিরে উঠছে ভূরি ভূরি অভিযোগ। এবার এই ইস্যুতে সক্রিয় হল খোদ সুপ্রিম কোর্ট। ‘বয়ঃসন্ধিকালীন প্রকৃত সম্পর্ক’গুলিকে যাতে যৌন নির্যাতনের ভুয়ো অভিযোগ থেকে রক্ষা করা যায়, সেজন্য অভিনব পরামর্শ শীর্ষ আদালতের।কৈশরের এইসব সম্পর্ককে মিথ্যা পকসো মামলা থেকে বাঁচাতে ‘রোমিও-জুলিয়েট’ ধারা প্রণয়ন করা যায় কি না, কেন্দ্রকে তা বিবেচনা করতে বলল বিচারপতি সঞ্জয় কারোল ও এন কোটীশ্বর রাওয়ের বেঞ্চ। সরকার যাতে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করে, সেজন্য রায়ের কপি ভারত সরকারের আইন সচিবকে পাঠানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্তকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে উত্তরপ্রদেশ সরকার। সেই মামলাতেই কেন্দ্রকে সুপ্রিম কোর্টের পরামর্শ, বয়ঃসন্ধিকালীন প্রকৃত সম্পর্কগুলিকে কঠোর পকসো আইন থেকে ছাড় দিতে কোনও ‘রোমিও-জুলিয়েট’ ধারা যুক্ত করা যায় কি না, তা বিবেচনা করে দেখা হোক।