• হাসপাতালে জমে থাকা বায়ো ওয়েস্ট নিয়ে রিপোর্ট তলব পরিবেশ আদালতের
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সম্প্রতি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের সামনে জমে থাকা বায়ো ওয়েস্ট দেখে যান পরিবেশবিদ সুভাষ দত্ত। তারপরেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ওই বায়ো ওয়েস্ট অপসারণের জন্য তিনি পরিবেশ আদালতের দ্বারস্থ হন। পরিবেশ আদালত ওই মামলা পর্যবেক্ষণ করে। একটি যৌথ কমিটি গঠন করে সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশিকা জারি করেছে। 

    টানা ১৪ বছর ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের সামনে ওই বায়ো ওয়েস্ট জমে ছিল। ওসব অপসারণ নিয়ে স্বাস্থ্যদপ্তরে বহুবার দরবার করেছে কর্তৃপক্ষ। গত বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বায়ো ওয়েস্ট দেখে যান প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তারপরেই স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে ওই দুর্গন্ধযুক্ত বায়ো ওয়েস্ট সরিয়ে পাশেই একটি জায়গায় টিনের ঘেরা দিয়ে রাখা হয়েছে। 

    বায়ো ওয়েস্টের দুর্গন্ধের কারণে হাসপাতালে আসা রোগীর আত্মীয় ও ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরাও অতিষ্ঠ। বছরের পর বছর ধরে ওই বায়ো ওয়েস্ট কী কারণে সরানো যায়নি যৌথ কমিটি তা জেনে পরিবেশ আদালতে জমা দেবে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    এনিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, অর্থ বরাদ্দ না হওয়াতেই ওই বায়ো ওয়েস্ট সরানো সম্ভব হয়নি। তবে ওসব তুলে পাশেই একটি জায়গায় সরিয়ে টিনের ঘেরা দিয়ে রাখা হয়েছে। হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, ওসব বর্জ্য একদিনে জমা হয়নি। তখন আমি আরকেএসের চেয়ারম্যান ছিলাম না। তবে আমার উদ্যোগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাক্তন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব এই বায়ো ওয়েস্ট দেখে গিয়েছিলেন। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)