• অভিষেকের ফোন পেয়েই চেয়ার ছাড়লেন রবি ঘোষ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার রাতে ফোনে অভিষেকের নির্দেশ পাওয়ার পর শনিবার সকালেই কোচবিহারের মহকুমা শাসক গোবিন্দ নন্দীর হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। দীর্ঘ টানাপোড়েনের পর রবিবাবুর পদত্যাগের বিষয়টি সামনে আসার পর কোচবিহারের রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। রবিবাবুর পদত্যাগপত্র পাওয়ার পরেই এসডিও কোচবিহার পুরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদকে তাঁর অফিসে ডেকে যত দ্রুত সম্ভব বোর্ড অব কাউন্সিলের বৈঠক ডাকার পরামর্শ দেন। সেই অনুসারে আগামী ১৩ জানুয়ারি বোর্ড অব কাউন্সিলের বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আমিনা। 

    প্রসঙ্গত, আগমী মঙ্গলবার ১৩ তারিখই কোচবিহারের ঘুঘুমারির কদমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এদিকে, রবিবাবু এদিন পদত্যাগপত্র জমা দিয়ে সোজা চলে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। সেখানে দিনভর দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকেন। তাঁর দাবি, তিনি দলের অনুগত সৈনিক। তাই নেতৃত্ব যা নির্দেশ দিয়েছে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। 

    উল্লেখ্য, সম্প্রতি রবিবাবু সহ জেলার আরও তিন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে মেসেজ ও চিঠি দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কিন্তু রবিবাবু সেই সময় পদত্যাগ করেননি। তিনি দাবি করেছিলেন, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে একবার বললেই তিনি সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করবেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই তিনি পদত্যাগ করলেন। 

    রবি ঘোষ বলেন, আমাদের দলের সর্বভারতীয় নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোনে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দলীয় সংগঠনে আরও বেশি করে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ শিরোধার্য করে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কাজ করব। যাতে কোচবিহারের ন’টি আসনের মধ্যে ন’টিতেই আমরা জয়ী হয়ে আসনগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি। আমি দলের অনুগত সৈনিক। দল যখন যা নির্দেশ দেয় আমি পালন করি। আমি আমার কথা রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত ৯টায় আমাকে ফোন করে নির্দেশ দিয়েছেন। আমি শনিবার সকাল ৯টায় মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। 

    কোচবিহার পুরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ এদিন বলেন, মহকুমা শাসক আমাকে ফোন করে ডেকেছিলেন। আমি গিয়েছি। এসডিও বলেছেন পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। আমাকে দ্রুত একটা বৈঠক ডাকতে বলেছেন। ১৩ জানুয়ারি সেই মিটিং ডাকব। বোর্ড অব কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে নতুন চেয়ারম্যান ওই বৈঠকে ঠিক হবে। 

    এ প্রসঙ্গে জানার জন্য কোচবিহারের মহকুমা শাসক গোবিন্দ নন্দীকে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি। 
  • Link to this news (বর্তমান)