কোচবিহার বিমানবন্দরে শমীক ভট্টাচার্য গরিব শোষণের অভিযোগ তুলে বাম-তৃণমূলকে কটাক্ষ
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, শিলিগুড়ি: শনিবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু কোচবিহার-কলকাতা উড়ান চালু রাখার বিষয়ে কোনও কংক্রিট দিশা দেখাতে পারলেন না তিনি। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতার মধ্যে চলাচলকারী একমাত্র বিমানটি বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে, এদিন শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রামে জনসভা করে শমীক রাজ্যে অনুন্নয়ন ও গরিব শোষণের অভিযোগে তৃণমূলের সঙ্গে সিপিএমের সমালোচনা করেন।
কোচবিহার বিমানবন্দর পরিদর্শন শেষে শমীক বলেন, সরকার তিন বছরের জন্য এখানে ভর্তুকি দিয়ে বিমান চালাচ্ছিল। কিন্তু ভর্তুকি দিয়ে দীর্ঘকালীন সময় বিমান চালানো সম্ভব নয়। কেন্দ্র চায় কোচবিহারে বিমান পরিষেবা চালু থাকুক। কিন্তু রানওয়ে বাড়ানো নিয়ে সমস্যা রয়েছে। কাছেই রেল লাইন। বাড়িও হয়েছে। এখানে যাতে রানওয়ে বাড়ানো যায় ও বিমান চালানো যায় সেই কারণেই এসেছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। হয়তো ৩১ জানুয়ারির পরেও বিমান চলবে। মনে হয়, একমাসের একটা গ্যাপ থাকবে। রাজ্য সরকারের যতটা এগিয়ে আসার কথা ছিল ততটা দেখা যাচ্ছে না। রাজ্য-কেন্দ্র উভয়েরই সহযোগিতার প্রয়োজন। আমি এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলেছি, আবারও বলব।
কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, আমরা যেসব জায়গায় যোগাযোগ করেছি তা সাংসদের হাতে তুলে দিয়েছি। এখান থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বিমান চলাচল বাতিল রয়েছে।
ডাবগ্রামের জনসভায় শমীক বলেন, এরাজ্যে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলেও গরিব মানুষকে শোষণ করা হয়েছে। মানুষকে গরিব রেখে তাদের বন্ধু সেজে বছরের পর বছর ক্ষমতায় থেকেছে বামফ্রন্ট। মুখে তারা গরিবের বন্ধু বললেও তারা গরিবের উন্নয়ন করেনি। তৃণমূল সরকারও সেই পথে চলছে। তৃণমূলও গরিবদের পাশে নেই। তাঁর সঙ্গে সুর মিলিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এবার তৃণমূল হারছেই। মানুষ শোষণ, অপশাসন থেকে মুক্তি চাইছে।
এসআইআর নিয়ে মানুষের হয়রানি ও আত্মহত্যার ঘটনায় বিজেপির উপর চাপ বাড়ছে। তা এদিন শমীকের কথাতেই বোঝা গিয়েছে। তিনি বলেন, তৃণমূলের অভিযোগ মতো ইডি, সিবিআই কাজ করবে না, বসে থাকবে! পুরনো ভোটার তালিকাতেই ভোট হবে। তাতেও বিজেপি জিতবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, এসআইআর নিয়ে সাধারণ মানুষের নজর ঘোরাতেই একথা বলেছেন শমীক। ইস্টার্ন বাইপাসে ঢাকেশ্বরী কালীমন্দির মাঠে জনসভায় স্থানীয় বিধায়কদের পাশাপাশি জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়