• হাতেকলমে মহাকাশ বিজ্ঞানের পাঠ খুদে পড়ুয়াদের
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ইটাহার: নীচু ক্লাসের পড়ুয়াদের মহাকাশ বিজ্ঞানের পাঠ দিল একাদশের পড়ুয়ারা। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) উদ্যোগে নর্থ-ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার বানবোল হাইস্কুল মাঠে শনিবার এই প্রদর্শনীর আয়োজন করে। মেঘালয় থেকে আসা মডেল বাসের ভিতরেই প্রস্তুত করা হয়েছে আস্ত একটি মহাজাগতিক প্রদর্শনী ক্ষেত্র। পড়ুয়াদের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি বিষয়ে উৎসাহিত করতে এই উদ্যোগ।

    এতদিন পড়ুয়ারা ইসরো, মহাকাশ বিজ্ঞান এবং তার প্রযুক্তি সম্পর্কে জেনেছে শুধু পাঠ্যপুস্তক ও ইউটিউব দেখে। এবার ইসরোর উদ্যোগে সরাসরি মডেলের মাধ্যমে প্রত্যক্ষভাবে পড়ুয়ারা মহাকাশ বিজ্ঞানের পাঠ নেওয়ার সুযোগ পেল। এই প্রদর্শনীতে বানবোল হাইস্কুল, বানবোল বালিকা ও প্রাথমিক বিদ্যালয়, বাজে দক্ষিণাল জুনিয়ার হাইস্কুলের প্রায় ৫০০ জন পড়ুয়া অংশ নেয়। তাদের মডেল বাসের ভিতরে রাখা গ্রহ, উপগ্রহ, মহাকাশ অভিযানের বিভিন্ন রকেট, স্যাটেলাইট সম্পর্কে হাতেকলমে পাঠ দেয় বানবোল হাইস্কুলের একাদশের ছাত্রছাত্রীরা। 

    চন্দ্রযান, মঙ্গলযান, চন্দ্রপৃষ্ঠ, রকেট লঞ্চ প্যাড, বায়ুমণ্ডল, স্যাটেলাইট বিষয়ে জানতে পারে অষ্টমের আকাশ বর্মন ও ভূমিকা দাসের মতো পড়ুয়ারা। আকাশ বলে, এতদিন এসব মোবাইলে দেখেছি। আজ সামনাসামনি মহাকাশযান ও স্যাটেলাইট সম্পর্কে জানতে পারলাম। 

    ছোট ভাইবোনদের মহাকাশ সম্পর্কে হাতেকলমে জানাতে পেরে আনন্দিত মন্দিরা বর্মন, পরিমল বর্মন, জয়দীপ রায় ও মনীশ রায়রা। একাদশের মন্দিরার কথায়, মহাকাশে স্যাটেলাইট, মহাকাশযান কীভাবে কাজ করে ছোট ছোট ভাইবোনেদের সেসব কথা মডেল দেখে বুঝিয়েছি। 

    এদিনের প্রদর্শনীতে ছিলেন বানবোল হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা। তিনি বলেন, এই ধরনের প্রদর্শনী খুদে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধিতে সাহায্য করে। পাঠ্যপুস্তকের বাইরে বিজ্ঞানকে আকর্ষণীয় করে তুলতে ইসরোর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)