• মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী ফিরহাদ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূলের দখলে থাকা মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ করছিলেন জেলা পরিষদের তৃণমূল সদস্যরাই। সেই অভিযোগ দলের উপরতলা পর্যন্ত পৌঁছয়। সমস্যার সমাধানে আসরে নামলেন ফিরহাদ হাকিম। শনিবার দলীয় সদস্যদের নিয়ে ঐক্যের বার্তা দিতে একটি বৈঠক করা হয় বহরমপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে। সমস্ত ব্লকে সমভাবে কাজ হবে। মুর্শিদাবাদ জেলা পরিষদ সমবন্টনে কাজ করবে মানুষের স্বার্থে। বৈঠক করে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিকেলে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, জেলা পরিষদ নিয়ে কোনও সমস্যা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুরের দলীয় কার্যালয়ে এসে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করলাম। সকলের সঙ্গে কথা বলে কাজগুলি ঠিকভাবে হচ্ছে কি না, সেটা তিনি দেখতে বলেছিলেন। জেলায় যাতে ঠিকভাবে উন্নয়নের কাজ হয়, তা নিশ্চিত করতেই এসেছি। দল সেই কাজে লক্ষ্য রাখবে। সমস্ত জায়গায় যাতে সমানভাবে উন্নয়নের কাজ হয়, তা দেখতে হবে। পাড়ায় সমাধানে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ হচ্ছে। সকলে মিলে এই কাজ করতে হবে। এক্ষেত্রে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বা বহরমপুর সাংগঠনিক জেলা বলে কিছু নেই। মানুষ যাতে উপকৃত হন, সেই লক্ষ্য রাখতে হবে দলকে। 

    ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর স্বাভাবিকভাবেই আশাবাদী বিক্ষুব্ধ জেলা পরিষদের সদস্যরা। তাঁরা জানাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসবেন বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁরা যে সম্মান পাচ্ছিলেন না, সেই সম্মান এবং কাজ সমভাবে পাবেন বলে আশা করছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সহকারী সভাধিপতি আতিবুর রহমান, দুই মেন্টর সোহরাব হোসেন ও শাওনি সিংহ রায়, জঙ্গিপুর সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার সহ জেলা পরিষদের বাকি সব সদস্য।
  • Link to this news (বর্তমান)