• রামপুরহাটের তুরুকদিঘি গ্রামে পানীয় জলের সংকট নিয়ে ক্ষোভ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: শাল-পিয়াল ঘেরা আদিবাসী গ্রামগুলিতে আজ, রবিবার থেকে শুরু হচ্ছে বাঁদনা উৎসব। কিন্তু উৎসবের এই সময়েও তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন রামপুরহাটের নারায়ণপুর পঞ্চায়েতের তুরুকদিঘি গ্রামের আদিবাসীপাড়ার মানুষজন। অভিযোগ, ছ’টি টিউবওয়েলের মধ্যে চারটি বিকল। কোনওটি এক মাস, কোনও ২০দিন ধরে খারাপ। তারমধ্যে একটি এক বছরেরও বেশি সময় ধরে বিকল। অভিযোগ, পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও টিউবওয়েল সংস্কার করা হয়নি। স্বভাবতই ক্ষুব্ধ এলাকার মানুষজন। 

    জানা গিয়েছে, ফিবছর গ্রীষ্মকালে তুরুকদিঘি গ্রামে পানীয় জলের অভাব দেখা দেয়। কিন্তু এবার শীতেও গ্রামের আদিবাসীপাড়ায় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। এই পাড়ায় ছ’টি টিউবওয়েলের মধ্যে একটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিকল। সংস্কারের অভাবে টিউবওয়েলটি জং ধরে নষ্ট হতে বসেছে। মাসখানেকের ব্যবধানে আরও তিনটি টিউবওয়েল অকেজ হয়ে পড়েছে। এতেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এলাকার বাসিন্দাদের বাকি দু’টি টিউবওয়েলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে। আবার কেউ অন্যের বাড়ি থেকে বা কৃষিকাজে ব্যবহৃত মাঠের পাম্প থেকে জল এনে খাচ্ছেন। এতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। তাঁরা বলেন, বাঁদনা পরব আমাদের কাছে প্রধান উৎসব। রবিবার থেকে উৎসব শুরু হবে। তিনদিন ধরে চলবে। অনেক আত্মীয়স্বজন এইসময় বাড়িতে আসেন। কিন্তু জলসংকট ভাবিয়ে তুলেছে। গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কাজ হচ্ছে না। গ্রামের বেশ কয়েকজন যুবকের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে তৃণমূল লিড না পাওয়ায় টিউবওয়েল ঠিক করতে গড়িমসি করা হচ্ছে। পঞ্চায়েত সদস্য বিজেপির উকিল লেট বলেন, পানীয় জলের জন্য আদিবাসী পাড়ার মানুষজন চরম সমস্যায় রয়েছেন। প্রধানকে জানিয়েছি। রবিবার থেকে পরব শুরু হবে। তাই এদিন মিস্ত্রিকে ফোন করে টিউবওয়েলগুলি সারাইয়ের জন্য বলি। কিন্তু, মিস্ত্রি জানিয়েছে, পঞ্চায়েত থেকে টিউবওয়েলের সরঞ্জাম দিচ্ছে না। প্রধান রামেশ্বর হাঁসদা বলেন, টিউবওয়েলগুলি যে খারাপ রয়েছে তা পঞ্চায়েত সদস্য জানাননি। না জানালে কী করে জানব? আমরা এদিন থেকেই টিউবওয়েলগুলি সারিয়ে তোলার কাজ শুরু করব।  রামপুরহাটের তুরুকদিঘি গ্রামের অকেজ টিউবওয়েল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)