• অন্তঃসত্ত্বা বধূকে খুনে ধৃত প্রেমিক, সামশেরগঞ্জে স্ত্রীর খোঁজে তল্লাশি
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, জঙ্গিপুর: আত্মগোপন করেও লাভ হল না। সামশেরগঞ্জের তারাপুরে বধূকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত প্রেমিক। তার নাম ইদ্রিস আলি ওরফে মিঠুন। শুক্রবার রাতেই সামশেরগঞ্জে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরকীয়ার জেরে ওই বধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তাঁকে নৃশংসভাবে খুন করে বিবাহিত মিঠুন-এমনটাই মনে করছে পুলিশ। ধৃতের স্ত্রী পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

    পুলিশ জানিয়েছে, ধৃত মিঠুনের বাড়ি সামশেরগঞ্জের তারাপুর কলোনি এলাকাতেই। তবে প্রায় ১০বছর ধরে সে সাগরদিঘির চাঁদপাড়ায় শ্বশুরবাড়িতেই থাকত। পেশায় রাজমিস্ত্রি মিঠুনের বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। শ্বশুরবাড়িতে থাকাকালীনই সাগরদিঘির ওই বধূর সঙ্গে মিঠুনের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশ প্রাথমিক জেরায় জানতে পেরেছে, এই সম্পর্কের জেরে ওই বধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে খুনের চক্রান্ত করে মিঠুন। পরিকল্পনা করে বৃহস্পতিবার রাতে তারাপুরে ওই বাগানে বধূকে ডাকা হয়। সেখানেই হাঁসুয়া দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। সেই সময় মহিলার শিশুপুত্রের গায়েও হাঁসুয়ার আঘাত লাগে। পরদিন সকালে সেই বাগানে বধূর মৃতদেহ পড়ে ছিল। তাঁর শিশুপুত্রকে সেখান থেকেই জখম অবস্থায় উদ্ধার করা হয়।

    সামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের ঘটনায় আর কে বা কারা জড়িত হয়েছে-তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে হেপাজতে নিয়ে বিস্তারিত জেরা করা হবে। মৃত বধূর সঙ্গে তাঁর স্বামীর বছরখানেক ধরে মনোমালিন্য চলছিল। তাঁর স্বামী ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। সাগরদিঘিতে থাকাকালীন মিঠুনের সঙ্গে ওই বধূর বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। প্রায় মাসখানেক আগে ওই বধূ দুই সন্তানকে নিয়ে তারাপুরে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন। ওই এলাকা থেকে কিছুটা দূরেই তারাপুর ১নম্বর কলোনিতে মিঠুনের বাড়ি। প্রেমিকের টানেই ওই মহিলা তারাপুরে ভাড়াবাড়িতে উঠেছিলেন, নাকি মিঠুনই পরিকল্পনা করে তাঁকে ডেকে এনেছিল-তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। পরকীয়ার জেরে ওই বধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই মিঠুন তাঁকে খুন করেছে বলে পুলিশ মনে করছে। মিঠুনের স্ত্রী গা ঢাকা দিয়েছে। এই খুনের ঘটনার সঙ্গে তার কতটা যোগ রয়েছে-সেটা পুলিশ খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)