ভোটের আগে বামেরা কেন আন্তর্জাতিক ইস্যুতে মজে? প্রশ্ন সমর্থকদের
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩ তারিখ খবর আসে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেছে আমেরিকা। তারপর থেকে গত এক সপ্তাহে কলকাতায় কেন্দ্রীয়ভাবে সিপিএম ও শাখা সংগঠনগুলি তিনটি মিছিল করেছে। সোমবার ফের আন্তর্জাতিক ইস্যুতে সমস্ত বামদল পথে নামছে। যদিও সমর্থকরা প্রশ্ন তুলছেন, সামনে ভোট। অন্যান্যরা যখন দেশের বিভিন্ন ইস্যু সামনে তুলে পথে নামছে, বামেরা তখন কেন ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত?
৩ তারিখ বিকেলেই কলকাতা জেলা সিপিএম সন্ধ্যায় দলীয় অনুষ্ঠান শেষ করে পথে নামে। সিপিএমের ছাত্র-যুব, শ্রমিক সংগঠন সহ অন্যান্য বামদলগুলিও পথে নেমেছে। জেলাতেও হয়েছে মিছিল। তা দেখার পর সমর্থকরা প্রশ্ন তুলছেন, ভোটের মাত্র কয়েক মাস আগে স্থানীয় ইস্যুগুলি ভুলে আন্তর্জাতিক পরিস্থিতির গুরুত্ব কেন বেশি করে তুলে ধরছেন নেতারা? তবে বাম নেতৃত্বের দাবি, ভিন রাজ্যের শ্রমিকদের উপর আক্রমণের ইস্যুতে উত্কল ভবন অভিযান হয়েছে। শুধু আন্তর্জাতিক ইস্যুতে দল আছে এমন নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষের ঘৃণাকে সামনে নিয়ে আসা জরুরি। সাম্রাজ্যবাদ কতটা ভয়ঙ্কর হতে পারে তা ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন। ভারতকেও চোখ রাঙাচ্ছে। গণতন্ত্র ও মানবতা রক্ষার জন্য প্রতিবাদ জরুরি। বামেরা এই মনোভাব বরাবর নিয়ে থাকে। বাকিরা প্রথমে গুরুত্ব দেয় না। পরে বিষয়টি বুঝতে পারে।’