হাওড়া স্টেশনে ৮টি ব্যাগ থেকে উদ্ধার ১৬৫ ‘ফ্ল্যাপশেল’ কচ্ছপ
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার হাওড়া রেল স্টেশনের ওল্ড কমপ্লেক্সে কয়েকটি পরিত্যক্ত ব্যাগ থেকে জীবিত কচ্ছপ উদ্ধার হল। মোট ১৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি। প্রাণীগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ (আরপিএফ)। রাতে সেগুলিকে গড়চুমুক রেসকিউ সেন্টারে পাঠিয়েছে বনদপ্তর।
শুক্রবার দুপুরে হাওড়া স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে আরপিএফ, জিআরপিএস ও সিআইবি যৌথভাবে গোপন নজরদারি চালাচ্ছিল। দুপুর দু’টো ৫০ মিনিট নাগাদ ১২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন সিটিআই আউটডোর অফিসের সামনে কয়েকটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তল্লাশিতে ব্যাগগুলির ভিতর জালে মোড়া জীবিত কচ্ছপের দেখা মেলে। তা উদ্ধার করা হয়।
রেল পুলিশ জানিয়েছে, ব্যাগ পাওয়ার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয়েছে। কিন্তু কেউ এসে ব্যাগের মালিকানা দাবি করেনি। ফলে কে বা কারা কচ্ছপ পাচার করছিল তা জানা যায়নি। কাউকে ধরাও সে কারণে সম্ভব হয়নি। পরে জিআরপিএসের নিয়ম মেনে সিজার করে কচ্ছপগুলি বাজেয়াপ্ত করা হয়। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়েছে। রেল পুলিশের এক আধিকারিক জানান, পাচারের উদ্দেশেই কচ্ছপগুলি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশের তৎপরতায় অভিযুক্তরা ব্যাগ ফেলে পালায়। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রঙের মোট আটটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কচ্ছপ। সেগুলি ইন্ডিয়ান ফ্ল্যাপশেল প্রজাতির। বর্তমানে প্রাণীগুলি সুস্থ আছে। গড়চুমুক রেসকিউ সেন্টারে দেখভাল করার পর ওদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। নিজস্ব চিত্র