• অর্ধেক মাটির তলায় শিব, বাগবাজারে প্রাচীন মন্দিরে পূজিত হন পাতালেশ্বর
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সুকান্ত বসু, কলকাতা: যেহেতু মাটির তলায় শিবলিঙ্গটির অর্ধেক রয়েছে, তাই তাঁর নাম পাতালেশ্বর। কলকাতার বুকেই আছে পৌনে ২০০ বছরের পুরানো পাতালেশ্বর মন্দির। শিবনিঙ্গটির প্রায় ৪০ কেজি ওজন। অর্ধেক পোঁতা মাটির তলায়। মাটির উপরে আছে বাকি অর্ধেক। শিবের শরীরে বিশাল মাপের তামার সাপ জড়িয়ে আছে। লিঙ্গটি কুচকুচে কালো। এবং বহু প্রাচীন। উপরের অংশ গিয়েছে ক্ষয়ে। বছরের পর বছর ধরে ভক্তরা আসছেন। রোজ ভোরবেলা শিবের মাথায় জল ঢালা হচ্ছে। তারপর পুজো।

    কিভাবে মাটির তলায় গিয়েছিল শিব? কেউ জানে না। কোন যুগে লিঙ্গ মাটিতে প্রোথিত হয়েছিল? কেউ জানে না। মন্দিরের সেবায়েত প্রশান্ত পাণ্ডা বলেন, ‘বংশপরম্পরায় পুজো করা হচ্ছে এই মন্দিরের শিবের। ছোটবেলা থেকেই দেখছি মাটির তলায় রয়েছে শিবলিঙ্গ।’ অনেকের বক্তব্য, শিবলিঙ্গটির নাম পাতালেশ্বর। তা থেকেই এই মন্দিরের নাম।

    উত্তর কলকাতার রবীন্দ্র সরণি ও নিয়োগী ঘাট স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে প্রাচীন এই মন্দির। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কলকাতায় বহু শিবমন্দির আছে। কিন্তু এমন শিবলিঙ্গের দেখা খুব একটা মেলে না। শিব দর্শনে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন। মন্দিরের সামনেই বাগবাজার গঙ্গার ঘাট। অনেকে গঙ্গায় ডুব দিয়ে আসেন মন্দিরে। শিবের মাথায় গঙ্গাজল, বেলপাতা, আকন্দ, বেল ও অন্যান্য ফল চড়ান। ভিড় হয় শিবরাত্রি, নীলষষ্ঠী ও প্রতি সোমবারে। অনেকে শিবের কাছে মানত করে নানা উপাচারে বিশেষ পুজো দেন।

    পাতালেশ্বর ছাড়া মন্দিরে আছে বিশাল আকারের নিমকাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আছে অন্যান্য দেবদেবীরও মূর্তি। একসময় মন্দিরের তরফে বিশাল রথ বার হতো। তা উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করত। এখন রথ রাস্তায় বেরয় না। মন্দির চত্বরের বাইরে রথযাত্রা শুরু থেকে উল্টোরথ পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)