• মাইক্রো অবজার্ভারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কমিশনের, এসআইআরের কাজে গাফিলতি
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কড়া বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শনিবার মাইক্রো অবজার্ভারদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। 

    নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছেন, বহু জায়গায় মাইক্রো অবজার্ভাররা নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এমনকি, শুনানিতে আসা ভোটারদের স্বাক্ষরও যথাযথভাবে যাচাই করা হচ্ছে না বলে রিপোর্ট পাওয়া গিয়েছে। যার প্রেক্ষিতে এদিন দায়িত্বপ্রাপ্ত মাইক্রো অবজার্ভারদের এক গুচ্ছ নির্দেশ দিয়েছে কমিশন। জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজার্ভারদের মূল দায়িত্ব হল ইনিউমারেশন ফর্মে ডিজিটাইজড তথ্য যাচাই করা। ভোটার তালিকার সঙ্গে জন্ম-মৃত্যু নথির তথ্য তাঁদের মিলিয়ে দেখতে হবে। যাঁদের নোটিস পাঠানো হয়েছে, তাঁদের জমা দেওয়া নথি পরীক্ষা করতে হবে এবং খসড়া তালিকা প্রকাশের পর দাবিদাওয়া ও আপত্তির ক্ষেত্রে দাখিল হওয়া কাগজপত্র যাচাই করতে হবে। পাশাপাশি, শুনানির সময় ভোটারের সঙ্গে ইআরও এবং এইআরও-র যৌথ ছবি তুলে তা নির্দিষ্ট সময়ে আপলোড করতে হবে। ভোটার তালিকা সংশোধনের সময় কোনও বিচ্যুতি বা অসঙ্গতি ধরা পড়লে তাও তাঁদের রিপোর্ট করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোনও ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ধরা পড়লে শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে বলে সতর্ক করা হয়েছে। 

    এদিকে, এসআইআরের কাজ থেকে অব্যাহতি চেয়ে বাগনান বিধানসভা কেন্দ্রের এইআরও মৌসম সরকার ইআরও অচিন্ত্যকুমার মণ্ডলকে চিঠি দিয়েছিলেন। মৌসম সরকার বাগনান ২ নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার। সেই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল তৃণমূল কংগ্রেস। যার প্রেক্ষিতে সিইও দপ্তর জানিয়েছে, ওই চিঠি অর্থহীন। তাঁর কোনও অভিযোগ থাকলে তিনি জেলাশাসক তথা ডিইও-কে তা জানাতে পারেন। যেভাবে তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন, তা শৃঙ্খলাভঙ্গের শামিল। তিনি যেহেতু নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    অন্যদিকে, বিএলওদের মৃত্যু নিয়ে জেলাশাসকের থেকে রিপোর্ট চাওয়ার পরও তা পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে কমিশন। তাছাড়া, খসড়া তালিকায় জীবিত ভোটারদের ‘মৃত’ দেখানো হয়েছে দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাঁদের হাজির করানো হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট বিএলওদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর। 
  • Link to this news (বর্তমান)