• ওয়েলিংটনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শীতবস্ত্রের বাজার, অগ্নিকাণ্ডের রেশ কাটেনি
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে বিপর্যস্ত হয়েছিল ওয়েলিংটনে শীতবস্ত্রের বাজার। শনিবার দেখা গিয়েছে, ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে জায়গাটি। এদিন বিকেলে ফরেনসিক টিম আসার অপেক্ষা করছিলেন বস্ত্র ব্যবসায়ীরা। দোকানদারদের বক্তব্য, সেদিনের বিপর্যয়ের পর ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ক্রেতারা আসছেন। কেনাকাটাও কিছু শুরু হয়েছে। কিন্তু বিদ্যুত্সংযোগ নেই। তাই সন্ধ্যায় রাস্তার আলোতেই ব্যবসা চালাতে হচ্ছে। ব্যবসায়ীদের বক্তব্য, এলাকা সাফ করার পর আমরা আরও দশদিন বাজার চালানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানাব। 

    এ বছর কলকাতা শহরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শীতবস্ত্রের কেনাকাটা তার ফলে বাড়ছিল। আচমকা ছন্দ কাটে বৃহস্পতিবার বিকেলে। ব্যবসায়ীদের দাবি, প্রায় ৫০টি দোকান আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে। আগুনের হাত থেকে রক্ষা পাওয়া শীতবস্ত্র আগলে পথে বসে পড়েন ভিন রাজ্য থেকে আসা  ব্যবসায়ীরা। শনিবার বিকেলে ব্যবসায়ী মিরাজ খান বলেন, ‘আমাদের অনেক লোকসান হয়েছে। কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে ব্যবসা করি। ফরেনসিক হওয়ার পর এলাকা পরিষ্কার করে আবার বসব। তখন আরও দশ দিন সময় বাড়ানোর অনুরোধ করব।’ প্রসঙ্গত চলতি মাসের শেষদিকে বাজারের সময়সীমা শেষ হওয়ার কথা। 

    শনিবার বিকেলে বাজারে ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে। লাদাখ থেকে আসা ব্যবসায়ী ইয়াসির বলেন, ‘জানুয়ারির শুরু থেকে আমাদের ব্যবসা ভালো হচ্ছিল। হঠাত্ আগুন লাগায় খুব ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। এখন ধীরে লোকজন আসা শুরু হয়েছে।’ এই এলাকার বিদ্যুত্সংযোগ এখনও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সন্ধ্যার দিকে ব্যবসা করতে সমস্যা দেখা দিয়েছে। এক ব্যবসায়ীর বলেন, ‘ফোনের টর্চ জ্বালিয়ে ভালো বেচাকেনা করা যাচ্ছে না। রাস্তার আলোয় কাজ করতে হচ্ছে।’ বেহালা থেকে এক ক্রেতা এসেছিলেন ওয়েলিংটনে। তিনি বলেন, ‘আমি আগের দিনই একটি কোট দেখে গিয়েছিলাম। তারপর শুনলাম আগুন লেগেছে। আমি প্রতিবছরই এই বাজারে কেনাকাটা করতে আসি।’
  • Link to this news (বর্তমান)