• সামান্য বাড়লেও ‘স্বস্তি’ দিয়েছে ডেঙ্গু, জানুয়ারি থেকে ময়দানে কলকাতা পুরসভা
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য সমাপ্ত বছরে (২০২৫) শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে তা নগণ্য বলে দাবি পুরসভার। চলতি বছর ডেঙ্গু প্রতিরোধী কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে জানুয়ারি থেকে ময়দানে নামতে চলেছে পুর প্রশাসন। ১৬ জানুয়ারি ডেঙ্গু সচেতনতায় হবে কেন্দ্রীয় মিছিল। 

    ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না পুরসভার স্বাস্থ্যকর্তারা। তাঁদের যুক্তি, ২০২৪ সালে ডেঙ্গু সংক্রমণ বেশ কম ছিল শহরে। তার তুলনায় ২০২৫ সালে সংক্রমণ বৃদ্ধির গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও নাগালের মধ্যে ছিল। পুরসভার সর্বশেষ (৩১ ডিসেম্বর, ২০২৫) তথ্য অনুযায়ী, কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩৮। ২০২৪ সালে এই সময়কালে তা ছিল ১ হাজার ৩১৬। ২০২৩ সালে সে সংখ্যা ছিল ১৩ হাজার ৯২৬। গত দু’বছর ধরে ডেঙ্গু ‘স্বস্তি’ দিচ্ছে পুরকর্তাদের। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে পুরসভা। বছরের প্রথম মাস থেকে শুরু হচ্ছে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের একাধিক কর্মসূচি। সক্রিয় হচ্ছে পুরকর্মীরা।

    কলকাতা পুরসভার এক স্বাস্থ্যকর্তা বলেন, ডেঙ্গু নিয়ে সারাবছর সতর্ক থাকে পুরসভা। সেই কারণে গত বছরও এত কম সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন শহরে। আর ২০২৪ সালকে ‘অস্বাভাবিক বছর’ হিসেবে ধরা হয়। তাই ২০২৫ সালের ডেঙ্গুর তথ্যের সঙ্গে আমরা ২০২৩ সালের তথ্যের তুলনা করছি। কারণ করোনা পরবর্তী সময় ২০২৩ সালে মাত্রাতিরিক্ত ডেঙ্গু সংক্রমণ হয়েছিল। সেক্ষেত্রে ওই বছরের তুলনায় গত দু’বছর ৮৫ থেকে ৯১ শতাংশ ডেঙ্গু কমেছে শহরে। যদিও এবছর কী হবে তা আগে থেকে বলা মুশকিল। তাই সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। 
  • Link to this news (বর্তমান)