স্কুটারে চড়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে লরিতে ধাক্কা মেরে মৃত্যু ৩ জনের। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায়। জানা গিয়েছে, একটি স্কুটারে চড়ে যাচ্ছিলেন ৪ জন আরোহী। নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারেন স্কুটারের চালক। দুর্ঘটনার পরে আহত ৪ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময়েই তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। অন্য আরেক জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ইয়ামিন চান্দু নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টার অভিযোগে দিল্লিতে পুলিশের হাতে গ্রেপ্তার হিমাংশু ভাউয়ের গ্যাংয়ের তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পুনিত, অনিকেত এবং মোহিত। ধৃতদের কাছ থেকে একটি আধুনিক পিস্তল এবং তিনটি গুলি-সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। এ ছাড়াও ধৃতদের কাছ থেকে পুলিশ একটি বাইকও বাজেয়াপ্ত করেছে। পুলিশের অনুমান, বাইকটি আগে কোথাও থেকে চুরি করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
শুক্রবারের থেকে প্রায় এক ডিগ্রি কমে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১১ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫-৬ দিন তাপমাত্রা এমনই থাকবে। ফলে মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা রাজ্যের সর্বত্র থাকবে বলেই আশা। রাজ্যের প্রায় সর্বত্র চলবে কুয়াশার দাপটও। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে।