• এ বার ভোটে বাঁকুড়ায় ১২-০ করার টার্গেট, বার্তা অভিষেকের
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: ২০২৪–এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ১২টি আসনের মধ্যে দুই ফুলের জোরদার টক্কর হয়েছে। বিজেপি ৪৪.৪২ শতাংশ ভোট পেয়ে ৬টি বিধানসভায় লিড নিয়েছে। অন্যদিকে, তৃণমূল ৪৩.৯২ শতাংশ ভোট পেয়ে ৬টি আসনে লিড পায়। জেলার দুটি লোকসভার মধ্যে বাঁকুড়া জোড়াফুল পুনরুদ্ধার করেছে, বিষ্ণুপুর লোকসভা বিজেপি অল্প ব্যবধানে ধরে রাখতে পেরেছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলাতে বিজেপি ৮ টি কেন্দ্রে জয়ী হয়েছিল, তৃণমূল ৪টি কেন্দ্রে জয়ী হয়। ২০২১ এর বিধানসভা থেকে ২০২৪ এর লোকসভার মধ্যে তৃণমূল বাড়তি দুটি আসনে লিড নিয়ে নিজেদের হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছে।

    ২০১৯ সালের পরে বাঁকুড়াতে গেরুয়া শিবির যে জমি তৈরি করেছিল, সেই জমিতে ক্ষয়ের ইঙ্গিত ২০২৪ এর ভোটে পাওয়া গিয়েছিল। এই ট্রেন্ড অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে শনিবার শালতোড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে এই ব্লকের বিজেপি নেতা কালীপদ রায় তৃণমূলে যোগদান করেন। বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলার দিলীপ আগরওয়ালও এ দিন জোড়াফুলে যোগ দিয়েছেন।

    তৃণমূলের জেলা নেতৃত্ব এই দুই নেতার হাতে দলের ঝান্ডা তুলে দেয়। অভিষেক ২০২৬ এর বিধানসভা ভোটে বাঁকুড়ার ১২ টি আসনেই জোড়াফুল ফোটানোর টার্গেট নিয়েছেন। এ দিন শালতোড়ার সভায় তিনি বলেন, ‘২০২১ সালে তৃণমূল কংগ্রেস ১২টি আসনের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল। এ বার আমাদের নিশ্চিত করতে হবে যাতে ১২টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তাহলে আপনারা নিজেদের অধিকার পাবেন। বিজেপি জিতলে বঞ্চনার শিকার হবেন।’

    ২০২৪ এর ভোটে বিজেপির সর্বোচ্চ লিড ছিল বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে। ১৬,৩১২ ভোটের লিড নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু ওন্দা, কোতুলপুর, ইন্দাসে গেরুয়া শিবিরের লিড ১০ হাজার ভোটেরও কম ছিল। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ–র কাছে সুজাতা মণ্ডল মাত্র ৫,৫৬৭ ভোটের ব্যবধানে হেরেছিলেন।

    তৃণমূলের জমি ক্রমেই জমাট হতে শুরু হওয়ায় অভিষেক এ দিন শালতোড়ায় বলেন, ‘যেমন সুভাষ সরকারকে প্রাক্তন (সাংসদ) করেছেন তেমনই প্রত্যেক বুথে এদের (বিজেপিকে) প্রাক্তন করতে হবে। বিষ্ণুপুর লোকসভা এলাকায় তো সুজাতা রয়েছে। ওখানে (বিজেপি) কানের পাশ দিয়ে বেরিয়েছে। আগামী নির্বাচনে (তৃণমূল) ১ লক্ষ ভোটে জিতবে। এই জেলায় তো অর্ধেক, অর্ধেক হয়ে গেছে। একটা ছয় তো মেরে দিয়েছেন, বিজেপির যে ছ’টি আসন রয়েছে তা কেড়ে নিয়ে আর একটি ছয় হাঁকাতে হবে। বাঁকুড়াকে তার ক্ষমতা দেখাতে হবে।’

  • Link to this news (এই সময়)