• ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে দুই নাবালিকাকে অপহরণের ছক চাপড়ায়, রোমহর্ষক অপারেশনে উদ্ধার পুলিশের
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
  • রমণী বিশ্বাস, তেহট্ট: ফেসবুকে বন্ধুত্ব, তারপরেই সর্বনাশ চাপড়ার দুই নাবালিকার! দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগে দুই ভিনরাজ্যের যুবককে গ্রেপ্তার করল নদিয়ার চাপড়া থানার পুলিশ। ধৃতদের নাম বিকি কুর্মি ও শিবা কুর্মি। ইতিমধ্যে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কেন অপহরণের ছক তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। শুধু তাই নয়, দুই নাবালিকাকে ধৃতদের পাচারের ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আর কেউ যুক্ত আছে কিনা তাও পুলিশের নজরে।

    জানা গেছে, গত কয়েকদিন আগে চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েত এলাকার দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছিল পরিবার। ঘটনার তদন্ত নামে স্থানীয় পুলিশ প্রশাসন। মোবাইল সূত্র ধরে হাওড়ার আন্দুলিয়া স্টেশন থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, প্রথমে দুই নাবালিকার সঙ্গে সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতায় ভিন রাজ্যের ওই দুই যুবক। এরপরেই কষা হয় অপহরণের ছক! পুলিশ সূত্রে খবর, প্রথমে নাবালিকা দু’জনকে অপহরণ করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিল ধৃত দুই যুবক। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু-জনকে উদ্ধার করে এবং ভিন রাজ্যের দুই যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর আদালতে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, অপরিচিত ব্যক্তির সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ কিংবা সম্পর্ক করার পরিণতি কী হতে পারে, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। অনেক যুবকই মিথ্যা পরিচয় দিয়ে নাবালিকাদের ফাঁদে ফেলছে। এ ব্যাপারে পরিবারে সদস্যদেরও বাড়তি সতর্ক থাকা বার্তা দিচ্ছে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)