• কেরলকে উড়িয়ে ছয়ে ছয় ইস্টবেঙ্গল, জয়ী নীতাও
    আনন্দবাজার | ১১ জানুয়ারি ২০২৬
  • আইডব্লিউএল (মেয়েদের আই লিগ)-এ জয়ের ডবল হ‌্যাটট্রিক করে ফেলল ইস্টবেঙ্গল। শুক্রবার কেরল এফসিকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ৬ ম‌্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্বের শেষে শীর্ষেই থাকলেনফাজ়িলা ইকওয়াপুটরা।

    কল‌্যাণীতে ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন ফাজ়িলা। দ্বিতীয় গোলদাতা রেসটি নানজ়িরি। ৩-০ করেন বাঙালি স্ট্রাইকার সুলঞ্জনা রাউল। লাল-হলুদ কোচ অ‌্যান্টনি অ‌্যান্ড্রুজ় বলেছেন, “প্রথম পর্বের শেষে শীর্ষে থাকতে পেরে খুশি। প্রাক্তন দলের বিরুদ্ধে এই জয় বিশেষ ভাবে মনে থাকবে। এখন অনেক দিনের বিরতি। তার পরে ফুটবলারদের এই রকম ছন্দে পাওয়াটাই প্রধান পরীক্ষা।”

    অন‌্য ম‌্যাচে নীতা এফএ ৩-২ হারিয়েছে শ্রীভূমি স্পোর্টিংকে। সেতু এফসি ৪-১ জিতেছে গাড়োয়াল ইউনাইটেডের বিরুদ্ধে।
  • Link to this news (আনন্দবাজার)