এই সময়, ডোমজুড়: গ্রামের রাস্তা সাধারণের সুবিধার্থে না হয়ে, কোনও একজনের ব্যক্তিগত স্বার্থে বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল ডোমজুড়ের কেশবপুরে। গ্রামবাসীদের অভিযোগ, কেশবপুরে পঞ্চায়েতের তৈরি ওই রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে। এই অভিযোগে গ্রামবাসীদের একাংশ শুক্রবার ওই এলাকার মহিলা পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে রাখেন বেশ কিছুক্ষণ।
তাঁদের অভিযোগ, পাড়ায় সমাধান প্রকল্পে ঠিক হয়েছিল, গ্রামের একটি কাঁচা মাটির পথ, যা গ্রামেরই বেশ কিছু পরিবার ব্যবহার করেন, সেই পথ ঢালাই করে পাকা করে দেওয়া হবে। আচমকাই তাঁরা জানতে পারেন, সবার চলার পথ না করে, একজন বাসিন্দার ব্যক্তিগত জমির উপরে তাঁর বাড়ি পর্যন্ত যাওয়ার পথ করে দেওয়া হচ্ছে।
ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও স্থানীয় বেগড়ি গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট তৃণমূল পঞ্চায়েত সদস্য এ ব্যাপারে মুখ খুলতে চাননি। ডোমজুড়ের কেশবপুরে ৩০১ নম্বর বুথ এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পে ৭৫.৫১ মিটার লম্বা এবং ২.১০ মিটার চওড়া রাস্তা তৈরির কাজ হাতে নেওয়া হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলার অনুপযুক্ত।
বর্ষায় ওই রাস্তা দিয়ে গ্রামবাসীদের চলাফেরা করতে অসুবিধে হয়। কিন্তু গ্রামবাসীদের জন্য অনুমোদিত রাস্তা না করে, কালাম মণ্ডল নামে একজনের বাড়ির রাস্তা করে দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে ক্ষোভ জমছিল এলাকাবাসীদের। শুক্রবার গ্রামবাসীরা এর প্রতিবাদে তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রতিমা দাসের বাড়িতে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান।
গ্রামবাসীদের অভিযোগ, সরকারি প্রকল্পে রাস্তা তৈরির টাকা ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত রাস্তা তৈরিতে। এর পিছনে কাটমানির খেলা থাকতে পারে। তবে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য প্রতিমা দাসের দাবি, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।