ইংরেজি নতুন বছরের শুরুতেই পাহাড়ের পর্যটকদের জন্য দারুণ খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। বন্ধ হয়ে যাওয়া জঙ্গল সাফারি আবারও চালু করল DHR। আপাতত সপ্তাহে দু’দিন, শনিবার ও রবিবার টয়ট্রেনে এই জঙ্গল সাফারি হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে এক বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই পরিষেবার সূচনা হলো। একেবারে প্যাকেজ সিস্টেমে এই সাফারি করতে পারবেন পর্যটকরা।
এই সাফারিতে শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে টয়ট্রেনে গয়াবাড়ি পর্যন্ত যাওয়া যাবে। পথে উত্তরবঙ্গের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা রয়েছে। কপাল ভালো থাকলে ট্রেনে বসেই দেখা যাবে বুনো হাতির পাল, মুখ উঁচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা বুনো বাইসন, হরিণ কিংবা বাঘ।
গত সেপ্টেম্বরে চালু হওয়া জঙ্গল সাফারি ছিল রংটং পর্যন্ত। রংটংয়ে নেমে চা বাগান ঘুরে দেখার ব্যবস্থা ছিল। এ দিন চালু হওয়া জঙ্গল সাফারি আরও আকর্ষণীয়। সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে সোজা গয়াবাড়ি।
‘খেলনা গাড়ি’তে বসেই দেখতে পাবেন জঙ্গল থেকে চা বাগান। দেখতে পাবেন সুকনা, রংটং, পাগলাঝোরা, তিনধারিয়া। ব্রেকফাস্ট থাকছে। দুপুরে গয়াবাড়িতে লাঞ্চ। সন্ধ্যায় মোমোর সঙ্গে চা কিংবা কফি। ট্রেনের কামরায় মহিলা কর্মী থাকবেন। সব মিলিয়ে এক নিরাপদ ডে-আউটিং। মাথা পিছু ভাড়া ২ হাজার ২০০ টাকা। বিকেলেই ফিরবে গয়াবাড়ি থেকে।
রবিবার এই জঙ্গল সাফারির প্রথম যাত্রার সূচনা করেন DHR আধিকারিকরা। প্রথম দিনেই ২৬ জন যাত্রী সওয়ারি হয়েছেন। কামরার পরিবেশ এবং ব্যবস্থাপনায় খুশি তাঁরা। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান সঞ্জয় গোস্বামী বলেন, ‘প্রতি শনি ও রবিবার এই পরিষেবা থাকবে। সরকারি ছুটির দিনেও পরিষেবা মিলবে। আপাতত সাত বছরের চুক্তিতে আমরা জঙ্গল সাফারি চালাব।’
রিপোর্ট: সঞ্জয় চক্রবর্তী