• স্কুল থেকে উদ্ধার BLO-র ঝুলন্ত দেহ, পরিবারের দাবি, ‘মারাত্মক কাজের চাপ ছিল’
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • স্কুলের ভিতর থেকে উদ্ধার হলো প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। তিনি SIR পর্বে BLO হিসেবে কাজ করছিলেন। পরিবারের দাবি, মারাত্মক কাজের চাপে ছিলেন হামিমুল ইসলাম (৪৭) নামে ওই শিক্ষক। শনিবার স্কুলের অফিস ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুর্শিদাবাদের ভগবানগোলার ঘটনা।

    ভগবানগোলা-২ ব্লকের আলাইপুর এলাকার বাসিন্দা ছিলেন হামিমুল। শনিবার রাতে রানিতলা থানার পাইকমারি চর-কৃষ্ণপুর বয়েজ স্কুলের অফিস ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, হামিমুল ইসলাম খড়িবোনা গ্রামপঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথের BLO হিসেবে কাজ করছিলেন। একই সঙ্গে স্কুলেও যেতেন।

    শনিবার স্কুলে যাবেন বলেই বাড়ি থেকে বেরোন। হামিমুলের দাদা ফরমানুল কালাম জানান, স্কুল ছুটির পরে অনেকটা সময় পার করে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এর পরেই বাড়ির লোকেরা খোঁজ শুরু করেন। পাড়ায়, বাজার এলাকায় খোঁজ করলেও পাওয়া যায়নি। আত্মীয়রা স্কুলে যান। সেখানেই অফিস ঘর থেকে উদ্ধার হয় দেহ।

    খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দাদা ফরমানুল কালামের বক্তব্য, ‘BLO-র কাজ করছিল ভাই। কাজ নিয়ে খুব চাপে ছিল। আমরা ফোন করলে ফোনে পেতাম না। কখনও আবার বিরক্তও হতো। কাজের চাপেই হয়ত এ রকম কঠিন সিদ্ধান্ত নিল।’ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)