• I PAC: প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করল পুলিশ! নোটিসও দেওয়া হল কয়েকজনকে
    News18 বাংলা | ১১ জানুয়ারি ২০২৬
  • কলকাতা: আইপ্যাক কাণ্ডে কর্ণধার প্রতীক জৈনের আবাসনের রেজিস্ট্রার বুক বাজেয়াপ্ত করল পুলিশ। একইসঙ্গে ওই আবাসনের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন‍্য নোটিস দেওয়া হয়েছে। নোটিস দেওয়া হয়েছে ফেসিলিটি ম‍্যানেজারকেও। ইডি আধিকারিকরা ভিতরে ঢোকার সময় গেটে নিরাপত্তারক্ষীদের কাছে থাকা রেজিস্ট্রার বুকে সই করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ইতিমধ্যে তিন জন নিরাপত্তারক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। ফেসিলিটি ম‍্যানেজারকে নোটিস দিয়ে বাকি নিরাপত্তারক্ষীদের নাম ও ডিউটি স্কেডিউল চাওয়া হয়েছে। আবাসনের বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করতে চাইছে পুলিশ। তাঁদের নোটিস দিয়ে ডাকা হয়েছে।

    একইসঙ্গে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বয়ান পুলিশের তরফে রেকর্ড করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল‌্যাটে তল্লাশি চালাতে শুরু করলেও তার প্রায় পাঁচ ঘণ্টা পর ইডি মেল করে তল্লাশি সম্পর্কে কলকাতা পুলিশকে জানায়।

    তল্লাশির খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই দফায় দফায় পুলিশ আধিকারিক, এমনকী ডিসি (সাউথ) নিজেও প্রতীক জৈনের বাড়িতে যান। তিনি ইডি আধিকারিকদের কথা বলার চেষ্টা করেন। ওই পুলিশকর্তার সঙ্গেও ইডি ও সিআরপিএফ ধাক্কাধাক্কি করে, এমনকী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলকাতা পুলিশের কর্তা ও আধিকারিকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান বলেও অভিযোগ।
  • Link to this news (News18 বাংলা)