• দৌড়ে একাধিক কাউন্সিলার, রবির ইস্তফায় নতুন অস্বস্তি
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • এই সময়, কোচবিহার: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পরবর্তী চেয়ারম্যান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে গত নভেম্বর মাসে রবিকে যখন চিরকুট লিখে পদত্যাগ করার কথা বলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি), তখন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহা চেয়ারম্যান হবেন বলে একপ্রকার নিশ্চিত ছিল।

    তবে এতদিনে তোর্ষা দিয়ে অনেক জল গড়িয়েছে। জেলা সভাপতির নির্দেশ ফুৎকারে উড়িয়ে এই ক'মাস চুটিয়ে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রবি। শেষমেশ অভিষেকের নির্দেশে পদত্যাগ করায় পরবর্তী চেয়ারম্যান নিয়ে শাসকদলের চির পরিচিত লবিবাজি শুরু হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকেই নিজেদের সামিল করছেন। বিধানসভা ভোটের আগে যা তৃণমূলের অস্বস্তি ডেকে আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১৮টি। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহা তৃণমূলের শহর ব্লক সভাপতির দায়িত্বেও রয়েছেন। যেহেতু তাঁর নাম এর আগে ঘোরাফেরা করছিল, তাই চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি 'ফ্রন্ট রানার' বলে মনে করা হচ্ছে। যদিও দিলীপ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

    ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভূষণ সিং এর আগে পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। সুতরাং তাঁকে উড়িয়ে দেওয়া যাবে না। এছাড়া ২ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল তর দীর্ঘদিনের কাউন্সিলার। তিনিও দৌড়ে রয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দনা মহন্ত এবং পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদের নামও চর্চায় রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। এ প্রসঙ্গে একই সুরে উজ্জ্বল এবং ভূষণ বলেন, 'দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাই মাথা পেতে নেব।'

    আমিনা বলেন, 'সদর মহকুমা শাসকের কাছে পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। সোমবার পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। মঙ্গলবার পুরসভা খোলার পরে বোর্ড অফ কাউন্সিলের বৈঠক ডাকা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' কোচবিহার পুর এলাকায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এর পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে পুরসভার দ্বন্দ্বও চাপে রেখেছে শাসকদলকে। তাই রবির ছেড়ে যাওয়া চেয়ারে যিনিই বসুন না কেন, তাঁর যাত্রাপথ কিন্তু মোটেই কুসুমাস্তীর্ণ হবে না।

  • Link to this news (এই সময়)