রাজ্যের ১৫ বছরের শাসনে কী কী উন্নয়ন করেছে তৃণমূল, সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে ‘উন্নয়নের পাঁচালি’ নামে এক নয়া উদ্যোগ নিয়েছে শাসকদল। এ বার শাসকদলের সেই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন গোয়ালপোখরের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ আলাউদ্দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং কর্মসূচির কথা তুলে ধরতেই ই-রিকশায় চড়ে বাড়ি বাড়ি ঘুরছেন প্রধান।
মূলত ‘উন্নয়নের পাঁচালি’ এবং ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির কথাই প্রচার করছেন আলাউদ্দিন। সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে, সরকারি বিভিন্ন প্রকল্প, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।
এ বিষয়ে আলাউদ্দিন বলেন, ‘মুখ্যমন্ত্রী এই বয়সেও মানুষের জন্য এত কাজ করছেন, সেখানে গ্রাম পঞ্চায়েতের তরফে নিজেই যদি টোটো চালিয়ে প্রচারে বেরোই, তা হলে অসুবিধার কী আছে?’ তার এই উদ্যোগে খুশি এলাকাবাসী। তাঁরা জানিয়েছেন, জনপ্রতিনিধিকে কাছে পেয়ে তাঁদের সমস্যার কথা সরাসরি জানাতে পারছেন।
যদিও, এ বিষয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে BJP-র গলায়। BJP-র উত্তর দিনাজপুরের জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘সারাবছর দুর্নীতি করে এখন টোটো চালিয়ে ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার করে কী লাভ?’ তাঁর দাবি, এলাকায় যারা তৃণমূল কর্মী শুধু তাদেরই উন্নয়ন হয়েছে। যতই ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার করা হোক, ২০২৬ এর নির্বাচনে মানুষ ভোট বাক্সে জবাব দেবে।