• কবে চালু বর্ধমান রোডের উড়ালপুল? নীরব রেল
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: চলতি মাসেও বর্ধমান রোডের উড়ালপুল চালু করা নিয়ে সন্দিহান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এ নিয়ে নীরব রেল।

    শিলিগুড়ির ঝঙ্কার মোড় এবং টাউন স্টেশন ও জংশনের মধ্যে যোগাযোগ রক্ষাকারী রেল উড়ালপুলকে এড়িয়ে যানবাহন যাতে দ্রুত গান্ধী চক এবং জলপাই মোড়ের মধ্যে যাতায়াত করতে পারে, সেটা সুনিশ্চিত করতে ফ্লাইওভারের পরিকল্পনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দপ্তর ২০১৮ সালে এটা নির্মাণের কাজে নামে। প্রাথমিক ভাবে উড়ালপুলের ব্যয় ধরা হয় ৩০ কোটি টাকা। মাঝে করোনার জন্য দু'বছর কাজ বন্ধ থাকলেও পূর্ত দপ্তর অ্যাপ্রোচ রোডের কাজ প্রায় সম্পূর্ণ করে দেয়। সামান্য কিছু কাজ বাকি। দ্রুত গতিতে সেই কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। কিন্তু রেল কর্তৃপক্ষ এখনও তাঁদের ডেক বসানোর কাজ শেষ করতে উঠতে পারেনি।

    কাজে দেরি হওয়ায় প্রকল্পের ব্যয় এখনও ৭০ কোটিতে পৌঁছে গিয়েছে। মেয়র বলেন, 'করোনার দু'বছর কাজ বন্ধের কথা ছেড়ে দিলেও রেল কেন তাঁদের কাজ শেষ করছে না, তার কী জবাব দেবে? কাজের যা গতি দেখছি তাতে আমার মনে হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে উড়ালপুল চালু করতে দেবে না। জানি না, কারও নির্দেশে এই ঢিলেমি চলছে কি না।'

    রেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা কোনও জবাব দেননি। বর্ধমান রোড ফ্লাইওভার নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। রেল সূত্রেই জানা গিয়েছে, বর্ধমান রোডে ফ্লাইওভারের ডেক তৈরির কাজে প্রথমে ঊর্ধ্বতন কর্তাদের অনুমতিই মিলছিল না। মেয়র এবং পূর্ত দপ্তরের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অনুমতি মেলে।

  • Link to this news (এই সময়)