• লেকটাউনে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ, তুমুল উত্তেজনা
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৬
  • লেক টাউনে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। তাদের দাবি, লেক টাউন এলাকায় একদল বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হন তৃণমূল সমর্থকরা। ঘটনায় আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।বিজেপি সূত্রে খবর, রবিবার দুপুরে লেক টাউন কালিন্দি মোড়ে 'সংকল্প যাত্রা'-র একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবেই শনিবার রাত থেকে এলাকায় দলের পতাকা লাগানোর কাজ চলছিল। অভিযোগ, সেই সময়েই তৃণমূল কর্মীরা সেখানে এসে বাধা দেন। বিজেপি কর্মীদের পতাকা লাগাতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। শুধু বাধা নয়, অভিযোগ, বচসা গড়ায় হাতাহাতি ও মারধরে।

    বিজেপির বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত তিন থেকে চার জন কর্মী গুরুতরভাবে আহত হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা করা হয়। বিজেপির দাবি, আক্রান্তদের মধ্যে দলের সক্রিয় কর্মী ও সমর্থকরা রয়েছেন।

    এই ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবেই তাঁদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। 'সংকল্প যাত্রা' ঘিরে যে প্রস্তুতি চলছিল, তা আটকাতেই এই হামলা বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিকভাবে কোনও কর্মসূচি করতে গেলেই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।

    যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের কোনও নেতা বা মুখপাত্র এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

    এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, শনিবার রাতে কালিন্দি মোড় এলাকায় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পতাকা লাগানো নিয়ে বচসা শুরু হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও পুরো ঘটনার বিস্তারিত নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রবিবারের 'সংকল্প যাত্রা'র নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে গেরুয়া শিবির।
  • Link to this news (আজ তক)