• পদ্ম ছেড়ে ঘাসফুলে ৩০০ বিজেপি নেতা-কর্মী, SIR-এর কারণে সুবিধা হয়েছে দাবি রাজের
    আজ তক | ১১ জানুয়ারি ২০২৬
  • বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘটছে একের পর এক পালাবদল। এবার বিজেপি ছেড়ে ৩০০ জন নেতা- কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার ব্যারাকপুরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচির মঞ্চে এই যোগদান পর্ব সম্পন্ন করা হয়। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিলেন ওই ৩০০ জন।

    যারা তৃণমূলে যোগদান করলেন, তাদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের বারাকপুর লোকসভা কেন্দ্রে হিন্দু মহাসভা সমর্থিত প্রার্থী রোহিত কুমার পাঠক-সহ টিটাগড় ও বারাকপুর এলাকার বহু বিজেপির সক্রিয় নেতা, কর্মীরা।

    তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা যোগদানকারীদের হাতে তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। পার্থ ভৌমিক বলেন, "বিজেপি  যত এই অঞ্চলে সভা করবে, ততই তৃণমূলে যোগদান বাড়বে।"

    ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, "বিজেপি গত বিধানসভা ভোটে যে কটা সিট পেয়েছিল, এবারে তার অর্ধেক সিট পাবে। বিজেপি দলটা বাংলার জন্য নয়। বাংলার মানুষ সেটা ভোটে বুঝিয়ে দেবে। SIR করে ওরা আমাদেরই সুবিধা করে দিয়েছে।"

    হিন্দু মহাসভা সমর্থিত প্রার্থী রোহিত কুমার পাঠক তৃণমূলে যোগ দেওয়ার পর জানান, "তৃণমূলে থেকে অনেক জনকল্যাণমূলক কাজ হচ্ছে। পরিবারের সকলেই বিজেপি করেন। আমিও ছিলাম, কিন্তু এখন আর নই।"

    - দীপক দেবনাথ

     
  • Link to this news (আজ তক)