• ভারতীয় আইনকে সম্মান জানিয়ে অশ্লীল বিষয়বস্তু কাণ্ডে পদক্ষেপ এক্সের, বাতিল ৬০০টি অ্যাকাউন্ট
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ১১ জানুয়ারি: এক্স (টুইটার)-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘গ্রোক’-এর অপব্যবহার হচ্ছে। অনুমতি ছাড়াই মহিলাদের নগ্ন ছবি তৈরি করা হচ্ছে। অশ্লীল বিষয়বস্তু ছড়িয়ে পড়ছে এক্সে। সবটাই করা হচ্ছে ‘গ্রোক’-এর অপব্যবহার করে। সেই কারণেই কয়েকদিন আগে এলন মাস্কের সংস্থা এক্সকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। তারপরেই পদক্ষেপ করল এলন মাস্কের সংস্থা।কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ৩৫০০ পোস্ট ব্লক করা হয়েছে এক্সের তরফে। বাতিল করে দেওয়া হয়েছে এক্সের অন্তত ৬০০টি অ্যাকাউন্ট। ভারতীয় নীতি ও আইনকে সম্মান জানিয়েই এই পদক্ষেপ বলে সূত্র মারফত জানিয়েছে এক্স। এই বিষয়ে এলন মাস্কের সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে আজ, রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এক্স তাদের ভুল স্বীকার করে নিয়েছে এবং ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে বলে জানিয়েছে। আগামী দিনে কোনও অশ্লীল বিষয়বস্তু এক্সে রাখা যাবে না। 
  • Link to this news (বর্তমান)