ফের ওড়িশা, বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি শ্রমিককে হেনস্তা, টাকা লুটের অভিযোগ
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ফের বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্তা। শিরোনামে ফের ওড়িশা। কিছুদিন আগেই ওড়িশায় এক বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। এবার ওড়িশার কটকে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠল। তবে এবার এই ঘটনার সঙ্গে বিজেপির সরাসরি যোগ উঠে এসেছে। আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলি। তিনি হুগলির গোঘাট থানার ভাদুর গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলায় মারধর করে ওড়িশার বিজেপি কর্মীরা।বাংলাদেশি বলে দেগে দেওয়ার অভিযোগ। তার থেকে টাকা ছিনতাই করে, জোর করে জয় শ্রী রাম বলতে বলা হয়। কোনওরকমে পালিয়ে তিনি প্রাণে বাঁচেন। গত বুধবার রাতে পালিয়ে রাজা আলি গোঘাটে চলে আসেন। ওড়িশার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে নির্যাতিত পরিযায়ী শ্রমিক রাজা আলি ও তার পরিবার আতঙ্কের মধ্যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। গোটা ঘটনার সঙ্গে নিজেদের দলের কর্মীদের যোগের কথা অস্বীকার করেছে ওড়িশার বিজেপি নেতৃত্ব।