• স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে, তদন্তে পুলিশ
    বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানার রণসাগরে স্বামীকে ভারী বস্তু দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশুতোষ মণ্ডল(৫৮)। পুলিশ অভিযুক্ত স্ত্রী কমলা মণ্ডলকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এই খুনের ঘটনা ঘটেছে। যদিও অভিযুক্ত স্ত্রীয়ের দাবি, তাদের মানসিক ভারসাম্যহীন ছেলেই স্বামীকে খুন করেছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশুতোষ মণ্ডল একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। মাস তিনেক আগে বাড়ি ফিরে আসেন। তারপর থেকে বাড়িতেই ছিলেন। অভিযুক্ত কমলা মণ্ডল বাড়িতেই একটি মুদির দোকান চালাতেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে বিভাস মণ্ডলও পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে বর্তমানে কেরলে রয়েছেন। ছোট ছেলে প্রকাশ মণ্ডল মানসিক ভারসাম্যহীন। সাংসারিক অভাব অনটনের পাশাপাশি ছোট ছেলেকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। গতকাল, শনিবার রাতেও ঝগড়া হয়। তখনই রাগবশত কমলা মণ্ডল ঘরে রাখা কোদালের বাঁট দিয়ে সজোরে আঘাত করে আশুতোষকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনার পরই অভিযুক্ত স্ত্রী, নিজের বড় ছেলেকে ফোন করে। বলে, তার ভাই প্রকাশ বাবাকে খুন করেছে।বাবার মৃত্যুর খবর শোনার পরেই বিভাস বিষয়টি দেখার জন্য ওই এলাকার বাসিন্দা পিন্টু মণ্ডলকে বাড়িতে পাঠায়। পিন্টু এসে দেখেন আশুতোষ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। অভিযুক্ত স্ত্রী পাশেই বসে রয়েছে। স্থানীয় বাসিন্দা ভরত মণ্ডল বলেন, কমলাই তার স্বামীকে খুন করেছে। এখন নিজেকে বাঁচাতে মানসিক ভারসাম্যহীন ছেলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)